• এনআইএ ডিজি নিয়োগ নিয়ে কর্মিবর্গ মন্ত্রকে চিঠি তৃণমূলের
    আজকাল | ১১ এপ্রিল ২০২৪
  • বীরেন ভট্টাচার্য, নয়া দিল্লি: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর প্রধান পদে রদবদলের আগে নির্বাচন কমিশনের অনুমোদন নেওয়া হয়েছিল কিনা তা জানতে চায় তৃণমূল। যদি অনুমতি দেওয়া হয়ে থাকে, তাহলে সেই দিনক্ষণ বিস্তারিত জানতে চেয়ে কেন্দ্রের কর্মিবর্গ মন্ত্রকে চিঠি দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে। ২৬ মার্চ এনআইএ এর ডিজি পদে নিয়োগ মহারাষ্ট্রে কর্মরত আইপিএস অফিসার সদানন্দ দাতেকে নিয়োগ করা হয়। যদিও মার্চের দ্বিতীয় সপ্তাহে জারি হয়েছে আদর্শ আচরণবিধি। ভোট ঘোষণা হওয়ার পরেও কীভাবে সরকার একটি কেন্দ্রীয় তদন্ত সংস্থার শীর্ষ পদে নিয়োগ করতে পারে, সেই প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ।যেদিন এনআইএ ডিজি পদে নতুন অফিসার নিয়োগ করল মোদি সরকার, সেদিনই কলকাতায় এনআইএ এর এসপি ধনরাম সিং এর বাড়ি গিয়ে তাঁরসঙ্গে বৈঠক করেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। সাকেত গোখলের বক্তব্য, "কেন্দ্রীয় সংস্থার বেআইনি কাজ এবং সেই সব সংস্থার প্রধানদের নিয়োগ কি নির্বাচন কমিশনের অনুমতিতে হচ্ছে? যদি তা না হয়ে থাকে, তাহলে কেন এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ করল না কমিশন?" ২ দিনের মধ্যে চিঠিতে উল্লেখ করা প্রশ্নের জবাব চেয়েছেন সাকেত।
  • Link to this news (আজকাল)