• 'একবার ওর দিকে তাকান'! বিশ্বকাপের বিমানে কি উঠছেন বিরাট' অকপট প্রধান নির্বাচক
    ২৪ ঘন্টা | ১১ এপ্রিল ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এই মুহূর্তে আইপিএলে (IPL 2024), পাঁচ ম্য়াচে বিরাটের রান ৩১৬। করেছেন একটি সেঞ্চুরি ও জোড়া হাফ সেঞ্চুরি। তাঁর স্ট্রাইক রেট ১৪৬.২৯। অরেঞ্জ ক্য়াপ রয়েছে তাঁর মাথাতেই। বলে দেওয়ার প্রয়োজন নেই যে, তিনি আগুনে ফর্মে আছেন। কিন্তু সমালোচিত হচ্ছেন মন্থর স্ট্রাইক রেট নিয়ে। সপ্তদশ আইপিএল (IPL 2024) শেষ হলেই ফের বাইশ গজে আইসিসি-র মহাযুদ্ধ। কুড়ি ওভারের ফরম্য়াটে শ্রেষ্ঠত্বের মুকুট ছিনিয়ে নেওয়ার লড়াইয়ে ২০টি দেশ। আগামী ১ জুন থেকে ২৯ জুন পর্যন্ত চলবে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024)। আর বিশ্বকাপে বিমানে সম্ভবত উঠবেন না ব্য়াটিং মায়েস্ত্রো ও সর্বকালের অন্য়তম সেরা বিরাট কোহলি (Virat Kohli)! বিরাটকে ছাড়াই বিদেশে বিশ্বকাপ খেলবে ভারত! অজিত আগরকরের (Ajit Agarkar) জাতীয় নির্বাচক কমিটির তৈরি করা কাপযুদ্ধের নীলনকশায় নেই 'কিং কোহলি'! আইপিএল শুরুর আগে এরকমই রিপোর্ট ছিল একাধিক সর্বভারতীয় মিডিয়ার।এখন প্রশ্ন কেন বিশ্বকাপের দল থেকে বাদ পড়তে পারেন বিরাট? জানা গিয়েছে টিম ম্য়ানেজমেন্ট বিরাটের মধ্য়ে আর সেই চেনা আগ্রাসন দেখতে পাচ্ছেন না। এককথায় সে 'রাজা' আর নেই! রোহিত শর্মার স্কোয়াডে যাঁদের নাম থাকবে, তাঁদের মধ্য়ে টি-২০ সুলভ আগ্রাসন থাকাটাই হতে চলেছে বাধ্য়তামূলক। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপের পর শেষবার দেশের জার্সিতে টি-২০ সংস্করণে বিরাটকে পাওয়া গিয়েছিল চলতি বছর আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজে। তবে বিরাটে আগ্রাসী হওয়ার টেম্পলেট কাজে আসেনি। এছাড়াও মার্কিন মুলুকের মন্থর পিচ বিরাট ব্য়াটিংয়ের জন্য় আদর্শ নয় বলেও বিশ্বকাপে বিরাটকে রাখতে চাইছে না বোর্ড। আগরকরও নাকি বিরাটের সঙ্গে এই নিয়ে আলাদা করে কথা বলেছেন বলেই জানা যাচ্ছে। সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং, তিলক বর্মা, শিবম দুবের মতো তরুণ তুর্কীদের নিয়ে দল সাজাতে চাইছে বিসিসিআই। এই নীলনকশায় আগামীর কথা ভেবে রাস্তা ছেড়ে দিতে হচ্ছে বিরাটকে। তবে এই পরিস্থিতিতেই আগরকর ভূয়সী প্রশংসা করলেন বিরাটের। এক পডকাস্টে আগরকর বলনে, 'একবার বিরাটের দিকে দেখুন। ও সেই ক্রিকেটার যে ফিটনেসের মাপকাটি তৈরি করে দিয়েছে। ১০-১৫ বছরের কেরিয়ারে, যত দিন গিয়েছে, তত ও ফিট হয়েছে। রেজাল্ট সবাই দেখছে। যদি ওর মতো কেউ উদাহরণ তৈরি করতে পারে, তাহলে সকলের প্রয়োজন ফিটনেসের কিছু নির্দিষ্ট ধাপে উত্তীর্ণ হওয়া। বিসিসিআই সকল অ্যাকাডেমিগুলির সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ফিটনেস বাড়ানোর জন্য়। অনেক দ্রুত শেখা যাচ্ছে। ১৫-১৬ বছর বয়সি ছেলেরা অতীতে যা ছিল তার চেয়ে অনেক বেশি এখন ফিট। তারা জ্ঞান অর্জনের সুযোগ পাচ্ছে, সচেতন হচ্ছে এবং সুযোগ-সুবিধা পাচ্ছে।' এটা বলে দেওয়ার প্রয়োজন নেই যে, বিশ্বকাপের দল কোহলিকে ছাড়া অসম্পূর্ণ। তাঁকে নিয়েই হবে রোহিতদের প্রথম একাদশ।

     
  • Link to this news (২৪ ঘন্টা)