• ‘আদালতে লড়তে সব টাকা চলে যাচ্ছে’, তবু দুয়ারে রেশন চালাবেন, বার্তা মুখ্যমন্ত্রীর
    হিন্দুস্তান টাইমস | ২৪ নভেম্বর ২০২২
  • মানুষের স্বার্থে দুয়ারে রেশন চলবে, কোনও মতেই তা তিনি বন্ধ হতে দেবেন না। বৃহস্পতিবার বিধানসভার বিধানসভার শীতকালীন অধিবেশনে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'মানুষের জন্য দুয়ারে রেশন প্রকল্প চালু হয়েছিল। পাবলিক চায় দুয়ারে রেশন হোক। সরকার কারও গায়ের জোরের কাছে মাথা নত করবে না।'

    দুয়ারে সরকার নিয়ে আপত্তি জানিয়ে সম্প্রতি আদালতের যায় রেশন ডিলারদের একাংশ। মুখ্যমন্ত্রী কার্যত সেদিকেই ইঙ্গিত করে বলেন, 'আমি যখন রেশনে লোক নিতে যাই, তখনই আদালতে যাচ্ছে আর স্থগিতাদেশ নিয়ে চলে আসছে। আদালতে লড়তে লড়তে সব টাকা চলে যাচ্ছে। আমি বিধানসভা মারফত আদালতকে আবেদন করব যাতে মানুষের সুবিধা হয়। বিচারের বাণী যেন নিভৃতে না কাঁদে।'

    দুয়ারে রেশন প্রকল্প নিয়ে আপত্তি জানিয়েছিল রেশন ডিলারদের একাংশ। তাঁদের বক্তব্য ছিলে, রাজ্য সরকার চাইলেও তাঁদের পক্ষে বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়া সম্ভব নয়। এ জন্য সরকারের কাছে বাড়তি কমিশনও দাবি করে রেশন ডিলারের একটি বড় অংশ। গত সেপ্টেম্বর মাসে তাঁরা হাই কোর্টের দারস্থ হন। উচ্চ আদালত এই প্রকল্পকে ' বেআইনি' ও 'অবৈধ' বলে জানিয়ে দিয়েছে। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে রাজ্য। রেশন ডিলারদের ৪৮০ কোটি টাকা ইনসেনটিভ দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী এদিন বিধানসভায় তা জানিয়ে বলেন, 'আমি জেনেছি দুয়ারে সরকার নিয়ে সবাই আপত্তি জানায়নি। আমি এঁদের সঙ্গে বৈঠকও করেছি। সমাজে ৯৯ শতাংশ ভালো লোক থাকলেও ১ শতাংশ লোক মনে করে তারা নিজেরা খাবে।'
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)