• lucknow Incident: ‘থ্রিলিং’ এক্সপিরিয়েন্স পেতে ককটেল ড্রাগ! মৃত্যু তরুণীর
    এই সময় | ১১ এপ্রিল ২০২৪
  • এই সময়: ‘ককটেল ড্রাগ’ নিলে বেশ একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স হবে! ১৮ বছরের বান্ধবীকে এমনটাই বুঝিয়েছিল লখনৌয়ের বছর আঠাশের বিবেক মৌর্য। আর সেই ড্রাগ ওভারডোজ়েই মৃত্যু হলো তরুণীর! ঘটনাটি ঘটেছে লখনৌয়ের তিওয়ারিগঞ্জে। সেখানে এক বন্ধুর ফাঁকা জমিতে নিয়ে গিয়ে বিবেক ওই তরুণীকে ওষুধ এবং মাদক মিশিয়ে ইঞ্জেকশন দেয় বলে অভিযোগ। আদতে লখনৌয়ের বাসিন্দা তরুণী বেঙ্গালুরুতে বেসরকারি চাকরি করতেন। ৩ এপ্রিল লখনৌ ফিরেছিলেন তিনি। ৭ এপ্রিল লখনৌয়ের মহানগরের বাড়ি থেকে বেরিয়ে বেঙ্গালুরুর ট্রেন ধরতে যান ওই তরুণী। তার আগেই এই ঘটনা।

    বিভূতিখণ্ডের এসিপি অনিন্দ্য বিক্রম সিং জানান, বরাবাঁকির বিবেক মৌর্যকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ দায়ের হয়েছে। পুলিশসূত্রে খবর, লখনৌয়ের নিউ হায়দরাবাদ এলাকায় বিবেকদের বাড়িতেই আগে ভাড়া থাকত তরুণীর পরিবার। তরুণীর পরিবারের অভিযোগ, বিবেক অনেক দিন ধরেই মাদকাসক্ত। ওই তরুণীকেও সে মাদকের নেশা ধরিয়েছিল।জেরার মুখে বিবেক জানিয়েছে, ৭ এপ্রিল বেঙ্গালুরু ফেরার জন্য বাড়ি থেকে বেরিয়ে তাকে ফোন করেন তরুণী। মাদকের নেশা করবেন বলে বিবেকের সাহায্য চান। অভিযুক্তের দাবি, ‘থ্রিলিং এক্সপেরিমেন্ট’ হবে বলে অ্যাভিল ইঞ্জেকশনের সঙ্গে মাদক মেশায় সে। তার পর তরুণীকে নিয়ে তিওয়ারিগঞ্জে বন্ধুর ফাঁকা জমিতে এসে প্রথমে নিজে ইঞ্জেকশন নেয়, তার পর তরুণীকেও ইঞ্জেকশন দেয় বলে দাবি।

    ‘ককটেল ওভারডোজ়’-এ মেয়েটির অবস্থা খারাপ হতে থাকে। এদিকে বিবেকও তখন পুরোপুরি অপ্রকৃতস্থ অবস্থায়। তরুণীর অবস্থা আরও খারাপ হতে দেখে ভয় পেয়েই ১১২ নম্বরে ফোন করে সাহায্য চায় বিবেক। পুলিশ এসে দু’জনকে উদ্ধার করে রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে ইসিজি করে তরুণীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

    পুলিশসূত্রে খবর, তরুণীর মৃত্যুর খবর পেয়ে হাসপাতাল থেকে পালায় বিবেক। পরে অবশ্য তরুণীর পরিবারকে বিবেক-ই সব জানায়। পরিবারের অবশ্য দাবি, তরুণীকে খুন করার উদ্দেশেই তাঁর উপর ‘ড্রাগ ওভারডোজ়’ প্রয়োগ করেছিল বিবেক। তরুণীর মায়ের অভিযোগের ভিত্তিতে বিবেকের খোঁজ শুরু করে পুলিশ। অবশেষে ইন্দিরা ক্যানালের কাছ থেকে ধরা হয় তাকে। ফাঁকা জমি থেকে উদ্ধার হয়েছে সিরিঞ্জ এবং মাদক। তরুণীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
  • Link to this news (এই সময়)