Virat Kohli: আবেশ খানকে অপমান করার জন্যই কি কুকীর্তি কোহলির! লিকড ভিডিও সামনে, ফের বিতর্কে মহাতারকা
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১১ এপ্রিল ২০২৪
Virat Kohli century against Rajasthan Royals:
বিরাট কোহলির হলটা কী? কখনও আউট হয়ে যাওয়া বিপক্ষের খেলোয়াড়কে আঙুল উঁচিয়ে মাঠের বাইরে চলে যাওয়ার ইঙ্গিত করছেন। কখনও আবার বিপক্ষের বোলারকে ভেঙাচ্ছেন! কখনও আবার মাঠের মধ্যে অন্য কোনও বিতর্কে জডাচ্ছেন। এবার তাঁর এমনই এক কুকীর্তি ধরা পড়ল। ভিডিও সামনে আসায় যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।