• জেলে কেজরিওয়াল, 'দল দুর্নীতিগ্রস্ত' বলে পদ ছাড়লেন মন্ত্রী...
    আজকাল | ১১ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জেলে। একদিকে আপ বলছে জেল থেকেই দল চালাবেন তিনি। তাঁর গ্রেপ্তারির বিরুদ্ধে সুর চড়াচ্ছে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া। কিন্তু কেজরিওয়ালের দলের ভেতরেও কি ভাঙন? জল্পনা উসকে এবার পদ ছাড়লেন কেজরি ক্যাবিনেটের মন্ত্রী। দিল্লির মন্ত্রী রাজ কুমার আনন্দ বুধবার মন্ত্রী পদ থেকে সরে দাঁড়িয়েছেন। শুধু তাই নয়, শেষ বেলায় বলেছেন, "দল দুর্নীতিগ্রস্ত"। দলের সমস্ত পদ থেকেও তিনি সর দাঁড়িয়েছেন বলে জানা গিয়েছে। তিনি জানান, "দুর্নীতির বিরুদ্ধে আপ-এর লড়াইয়ের বার্তা দেখে আমি দলে যোগ দিয়েছিলাম। কিন্তু আজ দল দুর্নীতির মাঝে দাঁড়িয়ে। সেই কারণেই আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।" তিনি আরও বলেন, "আমি রাজনীতিতে আসি, যখন অরবিন্দ কেজরিওয়াল বলেন রাজনীতি বদলালে দেশ বদলাবে। রাজনীতি তো বদলায়নি, কিন্তু রাজনেতা বদলে গিয়েছেন।" যদিও মন্ত্রীর ঘোষণার পরেই, আপ নেতা সৌরভ ভরদ্বাজ বলছেন, বিজেপির চাপেই এই সিদ্ধান্ত নিয়েছেন রাজ আনন্দ। উল্লেখ্য, ইডির স্ক্যানারে রয়েছেন দলত্যাগ করা এই নেতা। নভেম্বরে আর্থিক দুর্নীতি মামলায় তাঁর বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
  • Link to this news (আজকাল)