• Eid Weather Forecast : ভ্যাপসা গরমে ভোগান্তি কলকাতায়, ইদে মেদিনীপুর সহ ৭ জেলায় বৃষ্টি
    এই সময় | ১১ এপ্রিল ২০২৪
  • আজ খুশির ইদ! বৃষ্টির পূর্বাভাস থাকলেও দুর্যোগের মেঘ ক্রমশ কমছে। উত্তরবঙ্গে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা ক্রমশ কমছে।কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

    বৃহস্পতিবার ইদের দিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে গরম এবং অস্বস্তি। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। তাপমাত্রা এবং আপেক্ষিক আর্দ্রতা এই জোড়া কারণে অস্বস্তি তীব্র থেকে তীব্রতর হতে পারে।

    ইদের দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকাল অর্থাৎ বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৮৪ শতাংশ এবং সর্বনিম্ন ৪৭ শতাংশ।

    কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

    দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে গরম। শুষ্ক আবহাওয়ার দাপট অব্যাহত থাকবে। দক্ষিণবঙ্গের পূর্ব ও দক্ষিণের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রার পারদ। অন্যদিকে, পশ্চিমের জেলাগুলিতেও গরম বাড়ার সম্ভাবনা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। অন্যান্য সমস্ত জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে।

    বৃহস্পতিবার ইদের দিন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান জেলায় রয়েছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। কলকাতা সহ অন্যান্য জেলাতে আংশিক মেঘলা থাকবে আকাশ। শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমতে পারে।

    কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

    বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ইদের দিন পাঁচ জেলাতে হতে পারে বৃষ্টিপাত। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনাও অপেক্ষাকৃত কম। গরম ও শুষ্ক আবহাওয়া থাকতে পারে।

    অন্য়ান্য রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা

    বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড় সহ ভারতের একাধিক রাজ্যে। সৌরাষ্ট্র ও কচ্ছে তৈরি হয়েছে তাপপ্রবাহের পরিস্থিতি। গুজরাটের বিভিন্ন এলাকাতে রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনা। তামিলনাডু, পণ্ডিচেরি, কেরালা, গুজরাট, অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানামে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
  • Link to this news (এই সময়)