• India China Relations: অরুণাচল ইস্যুতে স্পিকটি নট! ভারত-চিন সীমান্ত সমস্যা মিটমাটের বার্তা মোদীর
    এই সময় | ১১ এপ্রিল ২০২৪
  • চিনের সঙ্গে সীমান্ত সমস্যা দ্রুত মিটমাটের প্রয়োজন, মনে করেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। তাঁর মতে, কূটনৈতিক ও সামরিক স্তরে অলোচনার মাধ্যমে শান্তি ফেরাতে হবে সীমান্তে। লোকসভা নির্বাচনের আগে একটি মার্কিন সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে এমনটাই মন্তব্য় করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, 'ভারত-চিন সুসম্পর্ক ও সীমান্তে শান্তি-সুস্থিতি বজায় রাখাটা গোটা বিশ্বের জন্যই খুব গুরুত্বপূর্ণ।'প্রধানমন্ত্রীর কথায়, 'বরাবরই ভারত প্রতিবেশী নীতিতে বিশ্বাসী। সেই কারণেই চিন ও পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা দরকার।' প্রধানমন্ত্রী মোদীর কথায়, ' ভারতের সঙ্গে চিনের সম্পর্ক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমার বিশ্বাস দীর্ঘদিন ধরে ভারত ও চিনের মধ্যে যে সীমান্ত সমস্যা চলছে সেই বিষয়ে দ্রুত পদক্ষেপ করা দরকার। তাহলেই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে যে সমস্য়াগুলি রয়েছে সেগুলি দূর হতে পারে।'

    দুনিয়ার কাছে ভারত ও চিনের সম্পর্ক খুবই প্রাসঙ্গিত বলে মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, 'ভারত ও চিনের মধ্যে দীর্ঘস্থায়ী শান্তিপূর্ণ সম্পর্ক থাকুক সকলে সেটাই চায়। শুধুমাত্র দুই দেশই নয়, দক্ষিণ-পূর্ব এশিয়া তথা গোটা বিশ্বের কাছেই ভারত ও চিনের সম্পর্ক তাৎপর্যপূর্ণ। আশা দুই দেশ পারস্পরিক সামরিক ও কূটনৈতিক স্তরে ইতিবাচক পদক্ষেপ করতে পারবে। তার জেরেই শান্তি স্থাপন হবে সীমান্তে।'

    চিনের সঙ্গে সীমান্ত বিবাদ ছাড়াও রামমন্দির, ৩৭০ ধারা বিলোপের মতো বিষয়ে নিজের মতামত জানিয়েছেন প্রধানমন্ত্রী। চার দশকেরও বেশি সময় ধরে টানাপড়েন চলছে ভারত-চিনের মধ্যে সীমান্ত সমস্য়া নিয়ে। ২০২০ সালের জুন মাসে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় লাল ফৌজের সঙ্গে সংঘর্ষও হয় ভারতীয় সেনাবাহিনীর। এরপরে একাধিকবার সেনা ও কূটনৈতিক স্তরে ভারত ও চিন আলোচনায় বসেছে। তবে লাভ যে খুব একটা এমনও নয়। প্যাংগং ও তার আশেপাশের কিছু অঞ্চল থেকে সেনা প্রত্য়াহার করা হলেও, সীমান্ত নিয়ে সমস্যা মেটেনি।

    প্রসঙ্গত, লোকসভা ভোটের প্রাক্কালে অরুণাচল প্রদেশ ইস্যুতে ভারত-চিন সম্পর্কে 'মন কষাকষি' হয়েছে। অরুণাচল প্রদেশ ইস্যুতে সুর চড়িয়েছে চিন। অরুণাচল প্রদেশকে তারা নিজেদের রাজ্য জ্যাংনান হিসেবে দাবি করে চলেছে। উত্তর পূর্বের ওই রাজ্যে তিরিশটি জায়গায় চিনা নামকরণ করেছে বেজিং প্রশাসন। সরকারি বিজ্ঞপ্তিতে জ্যাংনান প্রদেশের তিরিশ জায়গার নাম রাখা হয়েছে চিনা ভাষায়। তবে চিনের এই দাবিকে পাত্তা দিতে নারাজ দিল্লি। এই আবহে মার্কিন সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী মোদী অরুণাচল প্রদেশ নিয়ে কিছু বলেননি।
  • Link to this news (এই সময়)