কংগ্রেসের দাবি খারিজ ফরওয়ার্ড ব্লকের, উলুবেড়িয়ায় যৌথ প্রচারে নামবে দু'দল?
এই সময় | ১১ এপ্রিল ২০২৪
রমজান মাস কেটে গেলেই ফরোওয়ার্ড ব্লক কংগ্রেসের সমর্থনে প্রচারে নামবে। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এমনই দাবি করতে দেখা গিয়েছিল উলুবেড়িয়া লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী আজহার মল্লিককে। যদিও বুধবার ফরওয়ার্ড ব্লকের হাওড়া জেলা নেতৃত্ব জানিয়ে দিল, এখনও পর্যন্ত এই নিয়ে কংগ্রেসের সঙ্গে রাজ্য নেতৃত্বের কোনও বৈঠক হয়নি। সুতরাং রাজ্যে নেতৃত্বের নির্দেশিকা না আসা পর্যন্ত ফরওয়ার্ড ব্লক কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচারে নামছে না।উলুবেড়িয়া লোকসভায় সম্প্রতি প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। আর এবার এই আসনে কংগ্রেসের প্রার্থীকে সমর্থন করা নিয়ে বামফ্রন্টের শরীক ফরওয়ার্ড ব্লকের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। মঙ্গলবার কংগ্রেস প্রার্থী আজাহার মল্লিক দাবি করেন, রমজান মাস কাটলেই ফরওয়ার্ড ব্লক তাঁর হয়ে প্রচারে নামবে। যদিও বুধবার কংগ্রেস প্রার্থীর দাবিকে খারিজ করে দিয়েছেন ফরওয়ার্ড ব্লকের হাওড়া জেলার সভাপতি কুতুবউদ্দিন আহমেদ। বুধবার তিনি জানান, নীতিগত ভাবে রাজ্য নেতৃত্বের সঙ্গে কংগ্রেসের একটাও বৈঠক হয়নি, যেটা হওয়া প্রয়োজন ছিল। কিন্তু সেইরকম বৈঠক এখনও হয়নি। তিনি বলেন, 'কংগ্রেস প্রার্থী আজাহার মল্লিক আমাকে ফোন করেছিলেন। আমি ওঁকে বলেছি বিধানভবন এবং হেমন্ত বসু ভবনের সঙ্গে যোগাযোগ করে দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে আগে এটা ঠিক করা হোক, আমরা একে অপরের সহযোগী। তারপরে প্রচারে নামার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।' এক্ষেত্রে কুতুবউদ্দিনের স্পষ্ট দাবি, দলের নির্দেশিকা না পাওয়া পর্যন্ত উলুবেড়িয়ায় কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচারে নামবে না ফরোয়ার্ড ব্লক।
কংগ্রেস প্রার্থী আজাহার মল্লিক আমাকে ফোন করেছিলেন। আমি ওঁকে বলেছি বিধানভবন এবং হেমন্ত বসু ভবনের সঙ্গে যোগাযোগ করে দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে আগে এটা ঠিক করা হোক, আমরা একে অপরের সহযোগী। তারপরে প্রচারে নামার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।কুতুবউদ্দিন আহমেদ
অন্যদিকে ফরওয়ার্ড ব্লকের এই সিদ্ধান্ত নিয়ে সিপিএম-এর হাওড়া জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সাবিরউদ্দিন মোল্লা বলেন, 'ওটা ওদের দলীয় সিদ্ধান্ত।' হাওড়া জেলা কংগ্রেসের সভাপতি পলাশ ভাণ্ডারী বলেন, 'কোনও রাজনৈতিক দলের যদি দলীয় নির্দেশ না থাকে তাহলে তারা প্রচারে নাও নামতে পারে। এটা স্বাভাবিক। তবে এর জন্য আমাদের প্রচার আটকাবে না।'
প্রসঙ্গত, উলুবেড়িয়া আসনে প্রথমে বাম, কংগ্রেস ও আইএসএফ একসঙ্গে লড়তে পারে বলে শোনা যাচ্ছিল। তবে দীর্ঘ আলোচনার পরেও কোনও সমাধান সূত্র বের না হওয়ায়, আসন সমোঝাতা প্রক্রিয়া থেকে বেরিয়ে আসে আইএসএফ। ওই আসনে আলাদা করে প্রার্থী ঘোষণা করে তারা। এরপর কংগ্রেসও ওই কেন্দ্রে প্রার্থী দেয়। সেক্ষেত্রে এখন দেখার, এই জটিলতা কাটিয়ে উলুবেড়িয়া আশনে যৌথ প্রচারে দেখা যায় কি না ফরওয়ার্ড ব্লক ও কংগ্রেসকে।