Chaitra Navratri 2024 Day 3: প্রচণ্ড ধ্বনিতে দূর করেন ভৌতিক, জাগতিক বাধা-বিপত্তি, অপার মহিমা দেবী চন্দ্রঘণ্টার
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১১ এপ্রিল ২০২৪
Chaitra Navratri 2024 in Bengali:
চৈত্র এবং আশ্বিন মাসের শুক্লপক্ষে নবরাত্রির তৃতীয় দিনে দেবী পার্বতীর চন্দ্রঘণ্টা রূপের আরাধনা করা হয়। দেবী পার্বতীর নবদুর্গা রূপের মধ্যে তৃতীয় রূপ হলেন, দেবী চন্দ্রঘণ্টা। এই রূপে শিবের সঙ্গে দেবী পার্বতী বিয়ে করেছিলেন। পুরাণ অনুযায়ী, ভগবান শিবের ছাইমাখা ভয়ংকর রূপ দেখে দেবী মেনকা মূর্চ্ছিত হয়ে পড়েন। এরপর মেনকা ভয়ংকররূপ ধারণকারী শিবের সঙ্গে নিজের মেয়ে পার্বতীর বিয়ে দিতে অস্বীকার করেন। তারপরই দেবতাদের অনুরোধে ভগবান শিব এক পরমসুন্দর রূপ ধারণ করেন। যা দেখে, মেনকা আনন্দিত হয়ে শিবের সঙ্গে পার্বতীর বিয়েতে সম্মতি দেন।