• ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা আরও কমল, বাড়বে গরম ও শুষ্ক আবহাওয়ার দাপট
    ২৪ ঘন্টা | ১১ এপ্রিল ২০২৪
  • অয়ন ঘোষাল: আজ ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা আরও কমল। কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। কলকাতার দক্ষিণ চব্বিশ পরগনা লাগোয়া অংশে হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। আজ মূলত গরম ও শুষ্ক আবহাওয়ার দাপট দেখা যাবে। তবে আজ বেলা বাড়লে অস্বস্তি বাড়তে পারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়। চার জেলায় বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা আছে।আগামী দু’দিনে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বাতাসে জলীয়বাষ্প কমবে; শুষ্ক আবহাওয়ার দাপট বাড়বে। দক্ষিণবঙ্গের পূর্ব ও দক্ষিণের জেলাগুলিতে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

    আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম এই চার জেলায় বজগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ খুব হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায়। কলকাতার দক্ষিণ ২৪ পরগনা লাগোয়া অংশে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বাকি সব জেলাতেই গরম ও শুষ্ক আবহাওয়া। কার্যত বৃষ্টির সম্ভাবনা শূন্য।উত্তরবঙ্গে আগামী তিনদিন দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঈদের দিন বৃষ্টি ও ঝড়ের পরিমাণ বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলাতে বজবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি এবং সঙ্গে ৪০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ের সতর্কবার্তা রয়েছে।বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হতে পারে কোচবিহার জেলাতে।শুক্রবারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও হালকা ঝড়ো হাওয়া বইবে। শনিবারেও বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়।মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে শুষ্ক আবহাওয়া বেলা বাড়লে গরম ও অস্বস্তি দুটোই বাড়বে।পরিসংখ্যানকলকাতায় কাল রাতের তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি। কাল দিনের তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৪ শতাংশ। আজ কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা ১ ডিগ্রি করে বাড়বে।(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল) 
  • Link to this news (২৪ ঘন্টা)