Eid 2024: খুশির উৎসবে মেতে দেশবাসী! কোন কারণে ইদের চাঁদ দেখার সময় পরিবর্তিত হয়? জানুন
এই সময় | ১১ এপ্রিল ২০২৪
অবশেষে দীর্ঘ এক মাসের অপেক্ষার অবসান। বৃহস্পতিবার ১১ এপ্রিল খুশির ইদ। ইদের সময় নিয়ে একটা প্রশ্ন সব সময় থাকে। আগে থেকে কখনই ঠিক করা যায় না ইদের দিন। একটা আন্দাজ করা হয়। তবে নির্দিষ্ট দিন জানা একেবারে প্রাক মুহূর্তেই। কারণ ইদের উদযাপন নির্ভর করে চাঁদ দেখার উপর। শওয়াল চাঁদের উপরই নির্ভর করে এই উৎসব। ১১ এপ্রিল ইদ উদযাপিত হচ্ছে ভারতে, পশ্চিমবঙ্গে,কলকাতায়।ইসলামিক ক্যালেন্ডারের নবম মাস হল রমজান মাস। এই মাসে রোজা (উপবাস) রাখেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। দশম মাসের প্রথম দিনে পালিত হল ইদ। কোথায় কখন চাঁদ দেখা গেল জেনে নিন। কেন চাঁদ দেখার সময় অঞ্চল ভেদে ভিন্ন হয়?
আহমেদাবাদে- সন্ধ্যা পৌনে আটটা নাগাদ চাঁদ দেখা যায়।
মির্জাপুরে চাঁদ দেখা যায় রাত ৮.৯ মিনিটে। মুজাফফরনগরে রাত ৮টা ৩৮ মিনিটে চাঁদ দেখা যায়।
আজমগড়ে চাঁদ দেখা যায় রাত ৮টা ৮ মিনিটে। নয়ডায় চাঁদ দেখা যাবে রাত ৮টা ৩৮ মিনিটে।
সৌদি আরবে আগে চাঁদ দেখা যায়। আর ভারত, পাকিস্তান ও বাংলাদেশে পরে। কারণ সৌদি আরবের অবস্থান পশ্চিমে। ভারত, পাকিস্তান ও বাংলাদেশের অবস্থান পূর্বে।
চাঁদ দেখার সময়ের এই হেরফেরের কারণ কী?
জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, দূরত্বের কারণে সব দেশ থেকে একই সময়ে দেখা যায় না চাঁদ। যত পশ্চিমে যাওয়া যাবে ততই তাড়াতাড়ি দেখা যাবে চাঁদ। আর যত পূর্ব দিকে যাওয়া যাবে তত চাঁদ দেখা যাবে দেরিতে। পৃথিবীর আকার গোলাকার। সেই কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে চাঁদের দেখা যায় দূরত্বের অনুপাতে। চাঁদের কক্ষপথে পৃথিবীর নিরক্ষ রেখার সঙ্গে সোয়া পাঁচ ডিগ্রিতে হেলানো থাকে। ফলে একই সময়ে পৃথিবীর সব জায়গা থেকে চাঁদ দেখা যায় না। এখন গাণিতিক গণনার মাধ্যমে বের করে ফেলা যায় কোথায়, কখন কোথায় চাঁদ উঠবে। কখনও স্থির থাকে না চাঁদ। ফলে সহজেই বোঝা যায় চাঁদের অবস্থান কোথায়।
ইসলামি মতে রোজা রাখা বা ইদের ক্ষেত্রে, চাঁদ দেখতে হবে। এক এক দেশে, এক এক এলাকায় চাঁদ দেখা যায় ভিন্ন ভিন্ন সময়। সামান্য হলেও সময়ের হেরফের ঘটে। সেই সময় রোজা, ইদ-সহ ধর্মীয় অনুষ্ঠানগুলো ভিন্ন ভিন্ন দিনে হয়ে থাকে।