ঈদের দিনে লোকাল ট্রেনে প্রচার সারলেন লকেট।রীতিমতো টিকিট কেটে বর্ধমান- হাওড়া ট্রেনে উঠে যান তিনি। কিন্তু ট্রেন তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার অনেক কর্মী উঠতে না পারায় পরবর্তী স্টেশন হুগলিতে নেমে যান। এরপর বাকি অনুগামীরা চলে এলে পুনরায় ট্রেনে উঠে মানকুন্ডু স্টেশন পর্যন্ত গিয়ে তিনি তাঁর প্রচার পর্ব সারেন।