• Lok Sabha Election 2024: তাবড় ব্যবসায়ীদের ঘোল খাওয়াবেন! বঙ্গে BJP-র এই যুব প্রার্থীর আয় জানলে চোখ কপালে উঠবে!
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১১ এপ্রিল ২০২৪
  • Lok Sabha Polls 2024:

    দার্জিলিং (Darjeeling) লোকসভা কেন্দ্রে BJP-র প্রার্থীপদ পাওয়া নিয়ে সংশয় থাকলেও এবারও এখানকার বিদায়ী সাংসদ রাজু বিস্তাই (Raju Bista) গেরুয়া শিবিরের বাজি। এই লোকসভা কেন্দ্রে মূলত পাহাড়ের ভোটেই প্রার্থীর ভাগ্য নির্ধারণ হয়ে থাকে। তবে রাজ্যে অন্য অনেক প্রার্থীর তুলনায় ৩৮ বছরের রাজু বিস্তার আর্থিক সঙ্গতি বেশ মজবুত। রীতিমতো ধনী প্রার্থী তিনি। নির্বাচনী হলফনামার ঘোষণায় বিষয়টা একেবারে স্পষ্ট।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)