আইপিএলে প্রথমবার নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছেন। তারপর শুভমান গিলকে যেন অন্য অবতারে পাওয়া গিয়েছে। একাধিক মুডে বাইশ গজে ধরা দিচ্ছেন তারকা। বুধবার রাজস্থান রয়্যালস ম্যাচে মেজাজ হারিয়ে তুলকালাম বাঁধালেন যেমন। এর মধ্যে উল্লেখযোগ্য ঘটনা হল রাজস্থান ইনিংস চলার সময়। মোহিত শর্মার নো বল ঘিরে সরাসরি অসন্তোষ প্রকাশ করলেন মাঠেই।