PM-Congress: চিন সীমান্ত দখল করেছে, প্রধানমন্ত্রী দেশবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন! বিরাট অভিযোগ কংগ্রেসের
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১১ এপ্রিল ২০২৪
PMs response on China ineffective-feeble:
চিন ইস্যুতে প্রধানমনন্ত্রীর প্রতিক্রিয়ার তীব্র সমালোচনা করল কংগ্রেস। দলের তরফে অভিযোগ করা হয়েছে, চিনের ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে প্রতিক্রিয়া দিয়েছেন, তার কোনও ‘কার্যকারিতা’ নেই। শুধু তাই নয়। একইসঙ্গে কংগ্রেস প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়াকে ‘দুর্বল’-এর প্রতিক্রিয়া বলেও কটাক্ষ করেছে।