• Apple Spyware Warning: পেগাসাসের মতো স্পাইওয়্যার হামলা, ভারতের iPhone ইউজারদের সতর্ক করল Apple
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১১ এপ্রিল ২০২৪
  • Apple Spyware Warning in India:

    মার্কিন তথা বিশ্বের অন্যতম বৃহৎ তথ্যপ্রযুক্তি সংস্থা Apple ৯১টি অন্যান্য দেশের সঙ্গে ভারতে তার কিছু ইউজারদের হুমকির বিজ্ঞপ্তির একটি নতুন রাউন্ড পাঠিয়েছে, তাঁদের সতর্ক করেছে যে তাঁদের iPhone সম্ভাব্যভাবে “ভাড়াটে স্পাইওয়্যার” দ্বারা আক্রমণ করা হতে পারে, যার মধ্যে রয়েছে ইজরায়েলি NSO গ্রুপের বিতর্কিত পেগাসাস ম্যালওয়্যার।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)