• পাঁচে পাঁচ অধরা রাজস্থানের, রুদ্ধশ্বাস ম্যাচে জয় ছিনিয়ে নিল গুজরাট...
    আজকাল | ১১ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আরও একটি রুদ্ধশ্বাস ম্যাচ। শেষ বল পর্যন্ত টানটান উত্তেজনা। ২ বলে ৪ রান প্রয়োজন ছিল। রান আউট রাহুল তেওয়াটিয়া। শেষ বলে দরকার ২। চার মেরে গুজরাট টাইটান্সকে জেতালেন রশিদ খান।‌ চার ম্যাচ পর থামল রাজস্থান রয়্যালসের বিজয়রথ। ৩ উইকেটে জিতলেন শুভমন গিলরা।‌ প্রথমে ব্যাট করে ৩ উইকেটের বিনিময়ে ১৯৬ রান করে রাজস্থান। জবাবে ৭ উইকেট হারিয়ে ইনিংসের শেষ বলে জয়সূচক রানে পৌঁছে যায় গুজরাট। কুলদীপ সেনের বিধ্বংসী বোলিং গুজরাটের টপ অর্ডারের মেরুদণ্ড ভেঙে দেয়। একটা সময় ম্যাচ সঞ্জুদের পকেটে ছিল। কিন্তু হারা ম্যাচে জয় ছিনিয়ে নিল গুজরাট। ৭২ রান করেন শুভমন‌ গিল। শেষদিকে ১১ বলে তেওয়াটিয়ার ২২ রান এবং সমসংখ্যক বলে রশিদের অপরাজিত ২৪ রান গতবারের রানার্সদের জয়ের সরণিতে ফেরায়। টসে জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠান শুভমন গিল। রান পায়নি ওপেনিং জুটি। আগের দিন শতরান করে ম্যাচ জেতানো জস বাটলার এদিন ব্যর্থ। ১০ বলে ৮ রান করে ফেরেন। আবার শুরুটা ভাল করেও অল্প রানে আউট হন যশস্বী জয়েসওয়াল। ৫টি চারের সাহায্যে ১৯ বলে ২৪ রান করে ফেরেন বাঁ হাতি ওপেনার। ৪২ রানে জোড়া উইকেট হারায় রাজস্থান। এদিন ক্যাপ্টেনস ইনিংস খেলেন সঞ্জু স্যামসন। ৩৮ বলে ৬৮ রানে অপরাজিত। ইনিংসে ছিল ২টি ছয়, ৭টি চার। চলতি আইপিএলে নিজের জাত চেনাচ্ছেন রিয়ান পরাগ। আরও একটি অনবদ্য ইনিংস। নিজের তৃতীয় অর্ধশতরান তুলে নেন। ৫টি ছয়, ৩টি চারের সাহায্যে ৪৮ বলে ৭৬ রান করেন। নির্ধারিত ওভারের শেষে ৩ উইকেট হারিয়ে ১৯৬ রান তোলে রাজস্থান। পাল্টা ব্যাট করতে নেমে শুরুটা ভাল করে গুজরাট। প্রথম উইকেটে ৬৪ রান যোগ করে শুভমন‌ গিল, সাই সুদর্শন জুটি। কিন্তু কুলদীপ সেনের বিধ্বংসী বোলিংয়ে ছারখার গুজরাটের ব্যাটাররা। প্রথম তিন উইকেটই মধ্যপ্রদেশের পেসারের। ৩৫ রানে আউট হন সুদর্শন। রান পাননি ম্যাথিউ ওয়েড (৪) এবং অভিনব মনোহর (১)। বিজয় শঙ্কর শুরুটা ভাল করলেও মাত্র ১৬ রানে ফেরেন। একাই লড়াই করছিলেন শুভমন গিল। ৩৫ বলে অর্ধশতরানে পৌঁছে যান। ৫০ রান সম্পূর্ণ করার পর হাত খুলে খেলছিলেন। কিন্তু কেশব মহারাজের পরামর্শে, অফস্ট্যাম্পের বাইরে বল দিয়ে গিলকে স্ট্যাম্প আউট করেন যুজবেন্দ্র চাহাল। ৪৪ বলে ৭২ রান করে আউট হন গুজরাটের নেতা। ইনিংসে ছিল ২টি ছয়, ৬টি চার। শেষদিকে রাহুল তেওয়াটিয়া এবং রশিদ খান দলকে জয়ে পৌঁছে দেন। 
  • Link to this news (আজকাল)