• সীমান্তে ৮২ লক্ষ টাকার সোনার বিস্কুট উদ্ধার বিএসএফের, ধৃত ১
    আজকাল | ১১ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েববেস্ক: বৃহস্পতিবার দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে ৩২ বাহিনী বিএসএফের বর্ডার ফাঁড়ি কাদিপুরের জওয়ানরা নদিয়ায় আন্তর্জাতিক সীমান্তে সোনা পাচারের একটি প্রচেষ্টা ব্যর্থ করে। গোয়েন্দা বিভাগের নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ১০টি সোনার বিস্কুট আটক করে। চোরাকারবারীরা সীমান্তের বেড়ার ওপর দিয়ে এসব বিস্কুট বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টা করছিল। জব্দ করা সোনার মোট ওজন ১.১১৬ কেজি এবং আনুমানিক মূল্য ৮২ লক্ষ ৪৫ হাজার ৯৫২ টাকা।তথ্য অনুযায়ী, ১০ এপ্রিল কাদিপুর সীমান্ত ফাঁড়ির জওয়ানরা সীমান্তের বেড়ায় সোনা পাচারের সঠিক তথ্য পান। কর্তব্যরত সমস্ত জওয়ানদের সতর্ক করা হয়েছিল এবং বেড়ার সামনে এবং পিছনে পুরো সন্দেহভাজন এলাকায় একটি অ্যামবুশ স্থাপন করা হয়েছিল। অতর্কিত অ্যামবুশের সময়, অ্যাম্বুশ পার্টি লক্ষ্য করে যে সোনা পাচার করার সময় এক ব্যক্তিকে বেড়ার পিছনে ঝোপের মধ্যে লুকিয়ে থাকতে দেখা যায়। দুই ব্যক্তি গোপনে বাংলাদেশের দিক থেকে আসা ঘন গাছপালাগুলির মধ্যে লুকিয়ে ছিল বাংলাদেশ থেকে আসা চোরাকারবারীরা ব্যারিকেডের কাছাকাছি এসে প্যাকেট ছুড়ে মারার সময় অ্যাম্বুশ পার্টি সংকেত দেয়। এরপর সীমান্তের বেড়ার ওপাশে মোতায়েন করা দলটি একজনকে ধরতে পারলেও, বাকি পাচারকারীরা ওই এলাকার ঘন গাছপালার সুযোগ নিয়ে পালিয়ে যায়।এরপর অ্যাম্বুশ পার্টি এলাকায় ব্যাপক তল্লাশি শুরু হয়। অনুসন্ধানের সময়, একটি প্লাস্টিকের প্যাকেট থেকে দশটি সোনার বিস্কুট উদ্ধার করা হয়। পরবর্তী পদক্ষেপের জন্য জওয়ানরা সোনার বিস্কুটগুলি জব্দ করেছে।জব্দকৃত সোনার বিস্কুট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বনপুর কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।
  • Link to this news (আজকাল)