• ইদের সকালে উল্টে গেল স্কুল বাস, মৃত্যু ৬ শিশুর, মদ্যপ ছিল চালক
    আজ তক | ১১ এপ্রিল ২০২৪
  • ইদের সকালে হরিয়ানার মহেন্দ্রগড়ে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা। স্কুলের বাস উল্টে মৃত্যু হল ৬ শিশুর। বৃহস্পতিবার সকালে একটি স্কুল বাস নিয়ন্ত্রণের বাইরে গিয়ে উল্টে যায়। বাসে প্রায় ৩৫ থেকে ৪০ জন শিশু ছিল। দুর্ঘটনায় ৬টি শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ৫ শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। গুরুতর আহত এক শিশুকে রাখা হয়েছিল ভেন্টিলেটরে। তবে কিছুক্ষণ পর সেই শিশুটিও মারা যায়। 

    পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে মহেন্দ্রগড় জেলার কানিনা শহরে। দুর্ঘটনার শিকার বাসটি একটি বেসরকারি স্কুলের। দুর্ঘটনায় প্রায় ১৫ শিশু আহত হয়েছে। কানিবা শহরের কাছে কানিনা-দাদরি সড়কে এই দুর্ঘটনাটি ঘটেছে।

    তদন্ত শুরু করেছে পুলিশ, চালক কি মদ্যপ ছিলেন? 

    জানা গিয়েছে, দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় লোকজন। স্থানীয়দের দাবি, বাসের চালক মদ্যপ অবস্থায় ছিলেন। কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। শিশুদের পাঠানো হয় হাসপাতালে। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় লোকজনের অভিযোগের পর, বাস চালক মদ্যপানে ছিলেন কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

    স্কুল বাসে ৩৫ থেকে ৪০ জন শিশু 

    জানা গিয়েছে,বাসটি জিএল পাবলিক স্কুলের। আজ সরকারি ছুটির দিনেও স্কুল বন্ধ করা হয়নি। পড়ুয়াদের নিয়ে যাওয়ার জন্য স্কুল থেকে একটি বাস পাঠানো হয়েছিল। দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছে যান স্থানীয়রা। উদ্ধার অভিযান শুরু করেন তাঁরা। পাঁচ শিশু মারা  গিয়েছে। পরে আর শিশুটিও মারা যায়। মৃত শিশুর সংখ্যা ৬। 

    প্রকাশ্যে ভিডিও

    বাস দুর্ঘটনার পর স্থানীয় লোকজন শিশুদের উদ্ধার করার একটি ভিডিও প্রকাশ্যে এনেছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, দুর্ঘটনার পর বাসটি ভেঙেচুরে গিয়েছে। আশপাশ রক্তে ভেসে গিয়েছে। বাকি শিশুদের চিকিৎসা চলছে। 
  • Link to this news (আজ তক)