• CBI-কে ট্র্যাফিক পুলিশের সঙ্গে তুলনা, ফিরহাদের মন্তব্যে বিতর্ক
    আজ তক | ১১ এপ্রিল ২০২৪
  • সিবিআইকে ট্রাফিক পুলিশের সঙ্গে তুলনা কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিমের। বৃহস্পতিবার এমনই দাবি করেন তিনি। বুধবার কলকাতা হাইকোর্ট সন্দেশখালির সমস্ত অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দেন। এপ্রসঙ্গে ফিরহাদকে প্রশ্ন করা হলে ফিরহাদ বলেন, "এখন আর সিবিআইয়ের কোনও অস্তিত্ব নেই। তার কারণ ওই জুজুর ভয় এক বার হয়, দু’বার হয়, তিন বার হয়।"

    ফিরহাদ আরও বলেন, "এখন সিবিআইকে যা তৈরি করে দিয়েছে বিজেপি, তাতে ট্রাফিক পুলিশকে যেমন মানুষ আর মানে না, সিবিআইকেও মানে না।"

    এর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কলকাতার মেয়রের 'বিনাশকালে বিপরীত বুদ্ধি' হয়েছে বলে দাবি করেন। 

    তিনি এও বলেন, "ওঁর বিনাশকালে বিপরীত বুদ্ধি হয়েছে। রাজ্যের মন্ত্রী হয়ে বলছেন পুলিশ, ট্রাফিক পুলিশকে কেউ মানে না। বিপদের সময় মানুষ সেমসাইড গোল করে ফেলে। যে সমস্ত পুলিশ আধিকারিক নিরপেক্ষ ভাবে কাজ করেন, তাঁদের মানুষ মানে। আর কেউ কেউ আছেন, যাঁরা তৃণমূলের দালালি করেন।"

    প্রসঙ্গত, সন্দেশখালি-কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। বুধবার থেকেই তদন্ত শুরু করতে বলা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। হাইকোর্ট সাফ জানিয়েছে,সন্দেশখালিতে মহিলাদের ধর্ষণ, নির্যাতন এবং জমি দখলের যে অভিযোগ উঠেছে তা আদালতের নজরদারিতে তদন্ত করবে সিবিআই। এর আগে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে ইডি আধিকারিকদের ওপরে মারধরের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত। 
     
  • Link to this news (আজ তক)