• ক্যান্সার নেই, তবুও চলেছে কেমোথেরাপি! ২ বছর পর ফাঁস আসল সত্য...
    ২৪ ঘন্টা | ১১ এপ্রিল ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টেক্সাসের একজন ৩৯ বছর বয়সী মহিলা 'ইনটেনসিভ' কেমোথেরাপি দেওয়ার পর জানতে পেরেছেন যে তাঁর কখনই ক্যান্সার হয়নি।

    এক সংবাদমাধ্যমের সূত্র অনুসারে, লিসা মঙ্ক দুই সন্তানের মা। প্রাথমিকভাবে পেটে ব্যথার জন্য ২০২২ সালে একটি হাসপাতালে গিয়েছিলেন। তিনি সন্দেহ করেছিলেন যে এই পেটে ব্যাথা কিডনিতে পাথরের সঙ্গে সম্পর্কিত ছিল।

    পরীক্ষায় তাঁর দুটি কিডনিতে পাথর পাওয়া যায়, তবে তাঁর প্লীহা অর্থাৎ স্টমাকেও একটি ভর বা বাড়তি মাংস পাওয়া যায়। তারপরে গত বছরের জানুয়ারিতে ভর অপসারণের জন্য লিসার সফল অস্ত্রোপচার করা হয়েছিল।
  • Link to this news (২৪ ঘন্টা)