• সম্প্রীতির বাংলা! হিন্দু বৃদ্ধার সৎকারে ইদের অনুষ্ঠান স্থগিত রাখল মুসলিমরা
    প্রতিদিন | ১১ এপ্রিল ২০২৪
  • নব্যেন্দু হাজরা: ইদের দিন হিন্দু-মুসলিম সম্প্রীতির সাক্ষী থাকল বাংলা। হিন্দু মহিলার সৎকারের জন্য ইদের আনন্দ অনুষ্ঠান স্থগিত রাখল পাড়ার মুসলিম সম্প্রদায়ের মানুষজন। নমাজের পরই বৃদ্ধার দেহ নিয়ে শ্মশানে ছুটলেন তাঁরা। সারলেন সৎকারও।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম আলপনা সরকার (৬১)। সোনারপুর উত্তর বিধানসভার অন্তর্গত ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। রাতে স্ট্রোকে আক্রান্ত হন তিনি। পরে মৃত্যু হয় তাঁর। এদিকে রাত সাড়ে বারোটা নাগাদ চাঁদ দেখার পর উৎসবে মেতেছিলেন পাড়ার মুসলিম বাসিন্দারা। সেই সময় তাঁদের কাছে পড়শি মহিলার মৃত্যুর খবর আসে। সঙ্গে সঙ্গে তাঁরা জানান, ইদের কোনও অনুষ্ঠান করবেন না। নমাজের পর মহিলার সৎকারে যাবেন। সেইমতো এদিন সকালে মহিলার দেহ সৎকারের জন্য শ্মশানে নিয়ে যান। সৎকার করেন তাঁরা।

    উপস্থিত ছিলেন রাজপুর সোনারপুর পুরসভার পুরপ্রধান পরিষদ জনাব নজরুল আলি মণ্ডল, পুরপ্রধান পরিষদ রঞ্জিত মণ্ডলরা। ৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল যুব কংগ্রেস সভাপতি শিক্ষক সহিদুল ইসলাম কথায়, ?এটা বাংলার সংস্কৃতি। এখানে ধর্মের চেয়ে মানুষের সঙ্গে আত্মীয়তা অনেক বেশি গুরুত্ব পায়। এমন একটা দুঃখের দিনে আমরা আনন্দ উৎসব করব না।?
  • Link to this news (প্রতিদিন)