• মমতা-অভিষেক স্লোগানের মাঝেই তৃণমূলের মঞ্চে, বর্ধমানে দিলীপের 'বাপী বাড়ি যা'
    এই সময় | ১১ এপ্রিল ২০২৪
  • চারিদিকে তখন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্লোগান। তৃণমূল কংগ্রেসের একটি অনুষ্ঠান চলছে। সেই মঞ্চে উঠে গেলেন দিলীপ ঘোষ। হ্যাঁ, ঠিকই পড়েছেন, বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। মঞ্চে উঠে ইদ উপলক্ষ্যে শুভেচ্ছা জানালেন তিনি। হতবাক অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা। দিলীপ ঘোষ গতানুগতিক রাজনীতির ধরাছোঁয়ার বাইরে, ফের প্রমাণ করলেন বিজেপি নেতা।ইদের অনুষ্ঠান তৃণমূল কংগ্রেসের তরফে আয়োজিত অনুষ্ঠোনে ঢুকে পড়লেন দিলীপ ঘোষ। মাইক হাতে সবাইকে ইদের শুভেচ্ছা দিয়ে চমকে দিলেন শাসকদল তৃণমূলকে। বির্তকিত মন্তব্য, আলগা কথায় ‘ঠোটকাঁটা’ দিলীপ ঘোষকে নিয়ে চর্চার শেষ নেই। তবে তিনি দিলীপ ঘোষ। তাই বির্তক ও চর্চার মাঝে চমক থাকবে না তা কি হয়! ইদের দিন দিলেন ফের চমক।

    বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ প্রাতঃভ্রমণের কর্মসূচি শেষ করেন। সেখান থেকেই তাঁর নির্ধারিত সূচী অনুযায়ী বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের ভাতাড়ে যাচ্ছিলেন ভোট প্রচারে। যাওয়ার পথে তিনি ঢুকে পড়েন তালিতের দিঘীরপাড়ে তৃণমূল কংগ্রেসের একটি অনুষ্ঠানে। সেখানে বাঘাড় ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলীয় কার্যালয়ে ইদের অনুষ্ঠানের জন্য জলসত্রের আয়োজন করা হয়।

    গলায় মালা দিয়ে নয়া বিতর্কে দিলীপ ঘোষ!

    তখন বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান তথা বর্ধমান ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কাকলি তা উপস্থিত ছিলেন। দিলীপ ঘোষ জলসত্রের উদ্বোধনী অনুষ্ঠানে ঢুকে মাইক হাতে সবাইকে ইদের শুভেচ্ছা জানান। দিলীপ ঘোষ হঠাৎ তৃণমূল কংগ্রেসের আয়োজিত অনুষ্ঠানের মাঝে ঢুকে আসতেই প্রথমে খানিকটা হতচকিত হয়ে যান সকলেই। যদিও,কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি সামলে সকলে তাঁকে সাদরে আমন্ত্রণ জানান। মঞ্চ থেকেই শুভেচ্ছা জানান তিনি।

    মিনিট পাঁচেক ওখানে থাকার পর অবশ্য তিনি তার নির্ধারিত কর্মসূচির জন্য ভাতাড়ের ওড়গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। পরে দিলীপ জানান, সাম্প্রদায়িক সম্প্রতির বার্তা দিতেই যখন জলসত্র অনুষ্ঠান থেকে তাকে জল দেওয়া হয় তিনি তখন মঞ্চে গিয়ে সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। প্রসঙ্গত, মেদিনীপুর লোকসভা আসন থেকে তাঁকে সরিয়ে নিয়ে এবার বর্ধমান দুর্গাপুর আসন জেতার দায়িত্ব দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে। তাঁর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বকাপ জয়ী ক্রিকেট তারকা কীর্তি আজাদ। দুই প্রার্থীর মধ্যেই গরমাগরম বাদানুবাদ লেগেই রয়েছে প্রচারের শুরু থেকে। এর মাঝেই আজ দিলীপ ঘোষকে দেখা গেল অন্য মেজাজে। তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠানে গিয়ে সকলের সঙ্গেই আলাপচারিতা, সেলফি তোলায় অংশ নিতেও দেখা যায় তাঁকে।
  • Link to this news (এই সময়)