এ যেন বাস্তবের নায়ক সিনেমার একটি অত্যন্ত পপুলার দৃশ্য স্বচোক্ষে দেখছেন সাধারণ মানুষ। মুহূর্তে ভাইরাল হল ভিডিয়ো। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে পশ্চিম চম্পারণ লোকসভা কেন্দ্র থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন মণিশ কাশ্যপ। বৃহস্পতিবার বেত্তিয়ায় নির্বাচনী প্রচার চলাকালীন আচমকাই কয়েকজন মহিলা দুধ দিয়ে স্নান করিয়ে দেন তাঁকে। এর আগে ইউটিউব বিডয়োর জন্য জেলে যেতে হয়েছে মণীশকে।মণীশের দুধ স্নান-যখন থেকে টিউটিউবার মণীশ কাশ্যপ জেল থেকে এসেছেন, তখন থেকেই সম্পূর্ণ নেতৃত্বের মোডে দেখা গেছে তাঁকে। দিন কয়েক আগেই জেল থেকে এসেছেন তিনি। আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম চম্পারণ লোকসভা কেন্দ্র থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বতা করছেন তিনি। নির্বাচনের জন্য নিরন্তর জনসংযোগ করছেন তিনি। চাইছেন জনগণের সমর্থন। নির্বাচনী প্রচারে গিয়ে জনসংযোগ করার সময়ই তাঁকে দুধ দিয়ে স্নান করিয়ে দেন কয়েকজন মহিলা। মুহূর্তে ভাইরাল হয়ে যায় তাঁর দুধে স্নান করার ভিডিয়ো। এই আসনটি কংগ্রেসের কোটায় রয়েছে ইন্ডিয়া অ্যালায়েন্সে। কংগ্রেস এই আসনে এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি।
মণীশ কাশ্যপের দুধে স্নান করার ভিডিয়োটি বানজারিয়া ব্লকের রতনপুরা গ্রামের। ভিডিয়োতে দেখা যাচ্ছে মণীশ কাশ্যপ এক জায়গায় বসে আছেন। কিছু মহিলা প্লাস্টিকের বাক্স থেকে তর গয়ে দুধ ঢালছে। মণীশের দুধ স্নানের সময়ও তাঁর পিছনে দাঁড়িয়ে থাকা লোকজনও মণীশ কাশ্যপের সমর্থনে জিন্দাবাদ স্লোগান দিচ্ছেন। এই সময়ে মণীশ কাশ্যপ হাত জোড় করে মানুষের প্রতি তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
‘দুধের ঋণ অবশ্যই শোধ করব’দুধ স্নানের পর মণশ কাশ্যপ জনগণের উদ্দেশ্যে বলেন, আমি সব সময় আপনাদের অধিকারের জন্য লড়াই করে যাব। মা দুর্গা আমাকে লড়াইয়ের জন্য শক্তি দিন। আপনার আশীর্বাদে আমাদের সমর্থন করুন। আপনাদের সকল গরীব মায়ের দুধের ঋণ আমি অবশ্যই শোধ করব। একই সঙ্গে ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে ইউটিউবার মণীশ কাশ্যপকে নিয়ে এলকায় তুমুল সমালোচনা শুরু হয়েছে।
তবে এই ঘটনা প্রথম নয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে দিল্লির শাস্ত্রী পার্ক এলাকায়। ড্রেন থেকে কাদা মাখামাখি হয়ে উঠে আসার পর এক কাউন্সিলরকে দুধ দিয়ে স্নান করিয়ে দেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ভিডিয়োও। আপ নেতা তথা পূর্ব দিল্লির কাউন্সিলর হাসিব-উল-হাসান রাস্তার পাশের ড্রেনের বেহাল অবস্থা দেখে নিজেই নেমে পড়েন তা পরিষ্কার করতে। এরপর কাদা মেখে ড্রেন থেকে উঠে আসার পর তাঁকে দুধ দিয়ে স্নান করিয়ে দেন স্থানীয় বাসিন্দরা।