• Indian Railways: রোজই চড়েন লোকাল ট্রেনে, জানেন সেটা EMU নাকি MEMU? প্রার্থক্য কোথায়? জানুন সহজে
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১২ এপ্রিল ২০২৪
  • What Is Difference Between EMU And MEMU Trains:

    কলকাতা ও হাওড়ার শহর ও শহরতলীর বাসিন্দরা EMU লোকাল ট্রেনগুলিতে চড়েননি, এরকম খুব কম-ই আছেন। অত্যন্ত নির্ভরযোগ্য এই যাতায়াত মাধ্যম। EMU ট্রেনগুলি শহরতলির অংশগুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থার সুবিধাকে ত্বরান্বিত করে। দ্রুতগতির ত্বরণ , চওড়া কোচ , চওড়া দরজা-জানালা ফলে ভালোভাবে হাওয়া চলাচলের ব্যবস্থা এবং কোচের অভ্যন্তরে হাই স্পিড ফ্যান গুলি যাত্রীস্বাচ্ছন্দের সহায়ক।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)