আরসিবি-কেকেআর ম্যাচের দিন কেকেআরের মেন্টর গৌতম গম্ভীরকে জড়িয়ে ধরেছিলেন বিরাট কোহলি। একসময়ের সঙ্গী গম্ভীরকে কোহলির প্রকাশ্যে এভাবে আলিঙ্গন করা অনেকেরই নজর টেনেছিল। খেলার মাঠে প্রতিপক্ষ শিবিরে থাকা মানেই শত্রুপক্ষের কেউ, এই ধারণাটা ঠিক নয়। গম্ভীরকে আলিঙ্গন করে কার্যত স্পোর্টসম্যানশিপের পরিচয়ই দিয়েছিলেন কোহলি। কারণ, গত বছর লখনউয়ে আরসিবি আর এলএসজির ম্যাচের পর গম্ভীর আর কোহলির মধ্যে ঝগড়া হয়েছিল।