Sabyasachi Chowdhury: ছোট্ট পরমেশ্বরীর হাত দিয়েই সারমেয়-সেবা করলেন সব্যসাচী, মুগ্ধ হয়ে দেখলেন সকলে..
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১২ এপ্রিল ২০২৪
সব্যসাচী চৌধুরী একজন ভাল অভিনেতা হওয়ার পাশাপাশি কতটা ভাল মানুষ, সেটা বোধহয় এমন দৃশ্য চোখে না পড়লে বোঝাই যায় না। আদতে শান্ত মানুষটি তাঁর অনস্ক্রিন মেয়েটিকে সঙ্গে নিয়ে দারুণভাবে স্ক্রিন উপভোগ করেন।