God particle: তাঁর তত্ত্ব ঝুলিতে এনে দিয়েছিল নোবেল পুরস্কার, পিটার হিগসের এই ‘ঈশ্বর কণা’ আসলে কী?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১২ এপ্রিল ২০২৪
Physicist Peter Higgs passes away:
মঙ্গলবার (৯ এপ্রিল) প্রয়াত হয়েছেন পদার্থবিদ পিটার হিগস। ১৯৬০ সালে তিনি ‘ঈশ্বর কণা’র তত্ত্ব সামনে এনেছিলেন। তাঁর এই ‘গড পার্টিকেল’ বা ‘ঈশ্বর কণা’ বা ‘হিগস বোসন’ হল সেই কণা, যা অন্য প্রতিটি মৌলিক কণার ভরের জন্য দায়ী।