Rohit Sharma-Akash Ambani: আম্বানির গাড়িতে চেপেই স্টেডিয়ামে রোহিত! হার্দিককে কি পিছন থেকে ছুরি মারতে চাইছেন হিটম্যান
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১২ এপ্রিল ২০২৪
Mumbai Indians in IPL 2024:
মরশুম শুরুর আগেই বোমা ফাটিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মাকে আচমকা নেতৃত্ব থেকে সরিয়ে দিয়ে অধিনায়ক করে বিশাল অর্থ খরচ করে ট্রেড ইন করে আনা হয় হার্দিক পান্ডিয়াকে। মুম্বই ইন্ডিয়ান্স-এর সেই বিতর্কিত সিদ্ধান্তের পর বয়ে গিয়েছে বহু জল। হার্দিক পান্ডিয়া নিয়ম করে মাঠে নেমে দর্শকদের টিটকিরির মুখে পড়েছেন সর্বত্র।