• Supreme Court-moveable asset: নির্বাচনী হলফনামায় তথ্য গোপন করলেই কি জয় বাতিল? পথ দেখাল সুপ্রিম কোর্ট
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১২ এপ্রিল ২০২৪
  • A moveable asset sizable enough to declare:

    সুপ্রিম কোর্ট জানিয়েছে, একজন প্রার্থীর ব্যক্তিগত জীবনের সমস্ত বিবরণ জানার নিরঙ্কুশ অধিকার ভোটারদের নেই। প্রার্থীদেরকে তাঁদের মালিকানাধীন অস্থাবর সম্পত্তির খুঁটিনাটি হিসেব দিতেও হবে না। তবে, সেই সম্পত্তির মূল্য যদি বিপুল হয়, তবে বিষয়টা আলাদা। এই ব্যাপারে আদালত প্রার্থীর গোপনীয়তার অধিকারের ওপর জোর দিয়েছে।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)