• Glenn Maxwell-Virat Kohli: ভারত যেন কোহলিকে বিশ্বকাপে না নেয়! IPL সতীর্থের খারাপ কামনায় প্রকাশ্যে ঝড় তুললেন ম্যাক্সওয়েল
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১২ এপ্রিল ২০২৪
  • Team India in t20 World Cup:

    আইপিএল শেষ হওয়ার পরই শুরু হতে চলেছে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ। আর, সেখানে ভারতীয় দলের হয়ে বিরাট কোহলিকে চাইছেন না অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। চলতি আইপিএলে ম্যাক্সওয়েল খেলছেন বিরাটেরই দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বা আরসিবিতে। এপর্যন্ত দেখা গেছে, এবারের আইপিএলে বিরাট একাই আরসিবি দলের স্কোর টেনে নিয়ে যাচ্ছেন। দলের বাকিরা কিছু করুক, ছাই না করুক, তিনি লাগাতার রান করে যাচ্ছেন। এমন এক খেলোয়াড়কে কোনও দলই বিপক্ষ টিমে চাইবে না। আর, সেই কারণেই ম্যাক্সওয়েলও চাইছেন না বিরাট ভারতীয় দলের হয়ে টি-২০ বিশ্বকাপ ক্রিকেট খেলুক।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)