জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এই মুহূর্তে আইপিএলে (IPL 2024), পাঁচ ম্য়াচে বিরাটের রান ৩১৬। করেছেন একটি সেঞ্চুরি ও জোড়া হাফ সেঞ্চুরি। তাঁর স্ট্রাইক রেট ১৪৬.২৯। অরেঞ্জ ক্য়াপ রয়েছে তাঁর মাথাতেই। বলে দেওয়ার প্রয়োজন নেই যে, তিনি আগুনে ফর্মে আছেন। কিন্তু সমালোচিত হচ্ছেন মন্থর স্ট্রাইক রেট নিয়ে। সপ্তদশ আইপিএল (IPL 2024) শেষ হলেই ফের বাইশ গজে আইসিসি-র মহাযুদ্ধ। কুড়ি ওভারের ফরম্য়াটে শ্রেষ্ঠত্বের মুকুট ছিনিয়ে নেওয়ার লড়াইয়ে ২০টি দেশ। আগামী ১ জুন থেকে ২৯ জুন পর্যন্ত চলবে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024)। তবে বিশ্বকাপে বিরাটকে চাইছেন না তাঁর রয়্য়াল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরুর অজি সতীর্থ গ্লেন ম্য়াক্সওয়েল (Glenn Maxwell)! অজি মারকুটে ব্য়াটার নিছকই মজা করে বিরাটহীন বিশ্বকাপের কথা বলছেন। বিগত তিন বছরেরও বেশি সময় ধরে ম্য়াক্সওয়েল আরসিবি-তে খেলছেন বিরাটের সঙ্গে। এক সাক্ষাৎকারে ম্য়াক্সওয়েল বলেন, 'আমি যাদের বিরুদ্ধে খেলেছি তাদের মধ্য়ে বিরাট সবচেয়ে আলাদা। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে, বিরাট মোহালিতে, আমাদের বিরুদ্ধে যে ইনিংস খেলেছিল তা এখনও পর্যন্ত আমার বিরুদ্ধে খেলা কারোর সেরা ইনিংস। ম্য়াচ জেতার জন্য় কী করণীয়, সে ব্য়াপারে বিরাটে সচেতনতা অসাধারণ। আমি আশা করব বিশ্বকাপে যেন বিরাটকে না নেয় ভারত। ওর বিরুদ্ধে না খেলতে পারাটা দারুণ হবে।'আইপিএল শুরুর আগে একাধিক সর্বভারতীয় মিডিয়ায় লেখা হয়েছিল,বিশ্বকাপের বিমানে সম্ভবত উঠবেন না ব্য়াটিং মায়েস্ত্রো ও সর্বকালের অন্য়তম সেরা বিরাট! তাঁকে ছাড়াই বিদেশে বিশ্বকাপ খেলবে ভারত! অজিত আগরকরের জাতীয় নির্বাচক কমিটির তৈরি করা কাপযুদ্ধের নীলনকশায় নাকি নেই 'কিং কোহলি'! এখন প্রশ্ন কেন বিশ্বকাপের দল থেকে বাদ পড়তে পারেন বিরাট! জানা গিয়েছিল যে, টিম ম্য়ানেজমেন্ট বিরাটের মধ্য়ে আর সেই চেনা আগ্রাসন দেখতে পাচ্ছেন না। এককথায় সে 'রাজা' আর নেই! রোহিত শর্মার স্কোয়াডে যাঁদের নাম থাকবে, তাঁদের মধ্য়ে টি-২০ সুলভ আগ্রাসন থাকাটাই হতে চলেছে বাধ্য়তামূলক। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপের পর শেষবার দেশের জার্সিতে টি-২০ সংস্করণে বিরাটকে পাওয়া গিয়েছিল চলতি বছর আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজে। তবে বিরাটে আগ্রাসী হওয়ার টেম্পলেট কাজে আসেনি। এছাড়াও মার্কিন মুলুকের মন্থর পিচ বিরাট ব্য়াটিংয়ের জন্য় আদর্শ নয় বলেও বিশ্বকাপে বিরাটকে রাখতে চাইছে না বোর্ড। আগরকরও নাকি বিরাটের সঙ্গে এই নিয়ে আলাদা করে কথা বলেছেন বলেই জানা যাচ্ছে। সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং, তিলক বর্মা, শিবম দুবের মতো তরুণ তুর্কীদের নিয়ে দল সাজাতে চাইছে বিসিসিআই।