• নজরে উত্তরবঙ্গে, লোকসভা ভোটের মুখে লাগাতার প্রচারে মমতা-অভিষেক!
    ২৪ ঘন্টা | ১২ এপ্রিল ২০২৪
  • প্রবীর চক্রবর্তী ও অরূপ বসাক: নজরে উত্তরবঙ্গ। লোকসভা ভোটের মুখে প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল। পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিকাল, শুক্রবার যাচ্ছেন অভিষেকও। 

    দোরগোড়ায় লোকসভা ভোট। ১৯ এপ্রিল প্রথম দফাতেই ভোট উত্তরবঙ্গে। কোথায়? আলিপুরদুয়ার, কোচবিহার জলপাইগুড়ি। এরপর ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিংয়ে। প্রস্তুতি এখন শেষ পর্যায়ে।২০১৯ সালে লোকসভা ভোটে উত্তরবঙ্গে ভরাডুবি হয়েছিল তৃণমূলের। সবকটি আসনেই জিতেছিল বিজেপি। এবার কী হবে? এপ্রিলের গোড়াতে উত্তরবঙ্গে এক দফা প্রচার সেরেছেন তৃণমূলনেত্রী। আগামিকাল, শুক্রবার কোচবিহারের দিনহাটা ও আলিপুরদুয়ারের জয়গাঁওতে সভা করবেন মমতা। এরপর ১৩ এপ্রিল সভা হওয়ার কথা জলপাইগুড়ির ডাবগ্রামে।ঘড়িতে তখন কলকাতা থেকে হাসিমারায় পৌঁছন মমতা। সেখান থেকে চালসায়। কনভয় তখন মেটেলিতে ঢুকছে। স্থানীয় মঙ্গলবাড়ি এলাকায় একটি পথসভা হচ্ছিল। সেই সভা থেকে 'চোর চোর' স্লোগান ওঠে। এরপর তড়িঘড়ি মাইক বন্ধ করতে ছুটে যায় পুলিস। মাঠে নামছেন অভিষেকও। উত্তরবঙ্গে সাংগঠনিক বৈঠক করেছেন তিনি। আগামিকাল, শুক্রবার জলপাইগুড়ির ময়নাগুড়িতে নির্বাচনী জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
  • Link to this news (২৪ ঘন্টা)