• হেভিওয়েট বামপ্রার্থীতে ধাক্কা রামের! দমদমে সৌগতর জয়ের পথ কি মসৃণ?
    প্রতিদিন | ১২ এপ্রিল ২০২৪
  • অর্ণব দাস, বারাকপুর: দূরত্বের নিরিখে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের সবচেয়ে কাছের লোকসভা কেন্দ্র উত্তর ২৪ পরগনার দমদম। রাজনীতির দিক থেকে অতন্ত গুরুত্বপূর্ণ এই অঞ্চল তবে স্বাধীনতা পরবর্তী সময় এই কেন্দ্রের অস্তিত্ব ছিল না। কিছুটা এলাকা তৎকালীন কলকাতা উত্তর পশ্চিম এবং কিছুটা অংশ বারাকপুর কেন্দ্রের সঙ্গে যুক্ত ছিল। পরে সাতের দশকে পুনর্বিন্যাসের ফলে তৈরি হয় দমদম লোকসভা কেন্দ্র। অধিকাংশ শিক্ষিত, চাকরিজীবী মানুষের বাস এই এলাকায়। তবে বেশ কিছুটা এলাকাজুড়ে রয়েছে কলোনি এলাকা। দেশভাগের পর সীমান্তের ওপাড় থেকে আসা লোকজনের একটা বিরাট অংশ এই লোকসভা অঞ্চলে ঘাঁটি গেড়েছেন। সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে এলাকার রাজনৈতিক ইতিহাসও। কখনও কংগ্রেস কখনও বামেদের দখলে থেকেছে দমদম লোকসভা কেন্দ্রটি। বাংলার প্রথম বিজেপি সাংসদও নির্বাচিত হয়েছিলেন এই কেন্দ্র থেকে। গত দেড় দশক ধরে কেন্দ্রটি তৃণমূলের শক্তঘাঁটি। এবার কি ইতিহাস পথ বদলাবে নাকি ফের একবার সংসদে যাবেন সৌগত রায়?

    লোকসভা পরিচিতি

    দমদম এলাকার পরতে পরতে ইতিহাস। পলাশির যুদ্ধের ?ভিলেন? লর্ড ক্লাইভও সেইসময় দমদমে থাকতেন। নাগেরবাজার এলাকায় এখনও রয়েছে তাঁর বাসস্থান-ক্লাইভ হাউস। এ ছাড়া ইংরেজ সেনাদের থাকার জন্য এই এলাকায় তৈরি হয়েছিল ক্যান্টনমেন্টও যা এখন শুধু নামটাই বহন করে চলেছে। এ ছাড়াও রয়েছে গোরাবাজার। দমদমে ইংরেজ আমলে তৈরি হয় দমদম সেন্ট্রাল জেল। সেই ঐতিহাসিক এলাকাকে কেন্দ্র করে গড়ে উঠেছে দমদম লোকসভা কেন্দ্র। তবে বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে কেন্দ্রটি। একদিকে পানিহাটি থেকে দমদম, অন্যদিকে রাজারহাট গোপালপুর অঞ্চলও রয়েছে এই কেন্দ্রের অন্তর্গত। অন্তর্গত সাতটি বিধানসভা হল-
  • Link to this news (প্রতিদিন)