• অমেঠি-রায়বরেলির প্রার্থী কারা? বড় ইঙ্গিত কংগ্রেস নেতার
    এই সময় | ১২ এপ্রিল ২০২৪
  • এখনও অমেঠি -রায়বরেলি আসনে প্রার্থী ঘোষণা করতে পারেনি কংগ্রেস। উত্তর প্রদেশের এই দুই স্টার সিট নিয়ে এখনও জট অব্যাহত। শ্যালক রাহুল গান্ধী না জামাইবাবু রবার্ট ভঢরা? কে হবেন অমেঠি র প্রার্থী? হাজার জল্পনার মাঝেই এবার বড় মন্তব্য করলেন এ কে অ্যান্টনি।কংগ্রেসের এই বর্ষীয়ান নেতার ইঙ্গিত অনুযায়ী, উত্তর প্রদেশ থেকে রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধীর ভোটে লড়াই প্রায় নিশ্চিত। রবার্ট ভঢরাকে নিয়েও বড়সড় ইঙ্গিত দিয়েছেন এ কে অ্যান্টনি।

    কংগ্রেসের এককালীন শক্ত ঘাঁটিতে কে?অমেঠি এবং রায়বরেলি দু'টি আসনই কংগ্রেসের এককালীন শক্ত ঘাঁটি। তবে ২০১৯ সালে অমেঠি তে মুখ থুবড়ে পড়েছিল কংগ্রেস। এ বারও এই আসন থেকে BJP-র প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। কংগ্রেস এখনও পর্যন্ত প্রার্থীর নাম ঘোষণা করেনি। আবার রায়বরেলিতে না BJP, না কংগ্রেস, কেউই এখনও প্রার্থীর নাম দিতে পারেনি। এই দুই আসনেই ভোট রয়েছে আগামী ২০ মে, লোকসভা নির্বাচনের পঞ্চম দফায়। ২৬ এপ্রিল থেকে এই দুই আসনের জন্য মনোনয়ন জমা নেওয়ার পর্ব শুরু হবে। চলবে আগামী ৩ মে পর্যন্ত।

    রাহুল না প্রিয়াঙ্কা, কবে প্রার্থীর নাম ঘোষণা?কংগ্রেসের উত্তর প্রদেশের সভাপতি অজয় রাই এই দুই আসন থেকে গান্ধী পরিবারের সদস্যদের লড়াই নিয়ে জোরদার সওয়াল করেছে। পার্টি কর্মীদের দাবি, রাহুল গান্ধীকে অমেঠি থেকে এবং প্রিয়াঙ্কা গান্ধীকে রায়বরেলি থেকে দাঁড় করানো হোক। এর আগে উত্তর প্রদেশ কংগ্রেসের নেতা অবিনাশ পাণ্ডে জানিয়েছিলেন, সঠিক সময়ে এই দুই কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। তবে সেই সঠিক সময় কখন আসবে, সেই অপেক্ষাতেই রয়েছেন নকর্মী-সমর্থকরা। অবিনাশ পাণ্ডের মতে, রায়বরেলি এবং অমেঠি কেবলমাত্র উত্তর প্রদেশ নয় গোটা দেশের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই কেন্দ্র। রাজ্যের মানুষ এবং পার্টি কর্মীদের মনোভাবের কথা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলেও দাবি করেছেন এই নেতা।

    অবিনাশ পাণ্ডের কথায়, 'রাজনীতিতে একটি রণনীতি থাকে। সঠিক সময় আসলে রণনীতি অনুযায়ী, এই দুই আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। ' এই দুই আসনে গান্ধী পরিবারের সদস্যরাই ভোটে লড়বেন বলে আশাবাদী তিনি।

    রবার্ট ভঢরা ভোটে লড়বেন?রবার্ট ভঢরার ভোটে লড়াইয়ের ইচ্ছাপ্রকাশ নিয়ে দলের অন্দরেই অসন্তোষ দেখা দিয়েছে। তাঁর রাজনৈতিক জ্ঞান নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় পার্টি কর্মীরা। এ কে অ্যান্টনির ইঙ্গিত বলছে, প্রিয়াঙ্কা গান্ধীর স্বামীকে কোনওমতেই টিকিট দেবে না দল। প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী বলেন, 'দেশের ধর্মনিরপেক্ষ দলগুলির কংগ্রেসের উপর আস্থা অটুট রয়েছে। সর্বোপরি গান্ধী পরিবারের উপর ভরসা রয়েছে তাদের।'

    ওয়েনাডের পাশাপাশি অমেঠিতেও রাহুল?২০০৪ সাল থেকে রায়বরেলি আসনটির প্রতিনিধি সোনিয়া গান্ধী এবার লোকসভা ছেড়ে রাজ্যসভায় গিয়েছেন। পুত্র রাহুল গান্ধী একবার ফের কেরালার ওয়েনাড থেকে ভোটে লড়ছেন। আগামী ১৯ এপ্রিল লোকসভা ভোটের প্রথম দফার ভোটিং। ২০১৯ সালে রাহুল গান্ধী দু'টি আসনে ভোটে লড়েছিলেন। অমেঠি থেকে হেরে গিয়েছিলেন তিনি। তবে ওয়েনাডে জিতেছিলেন তিনি।

    তবে কংগ্রেসের তরফে নাম ঘোষণা নিয়ে এখনও জটিলতা কাটেনি। হাইকমান্ড এই দুই আসন নিয়ে মুখে কুলুপ এঁটেছে। রবার্ট ভঢরা অমেঠি থেকে প্রার্থী হলে ফের একবার পরিবারতন্ত্রের অভিযোগে বিদ্ধ হবে কংগ্রেস। পাশাপাশি, তাঁর উপর হরিয়ানা এবং রাজস্থানে জমি দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। সে ক্ষেত্রে প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী কংগ্রেসের এককালীন শক্ত ঘাঁটি থেকে ভোটে দাঁড়ালে বিরোধীরা আক্রমণের হাতিয়ার পেয়ে যাবে বলেই মনে করছে কংগ্রেসের একাংশ। ফলে ফের একবার রাহুল গান্ধীই স্মৃতি ইরানির মুখোমুখি হতে চলেছেন বলে মনে করা হচ্ছে।
  • Link to this news (এই সময়)