Burdwan Raj Family:ভোটে হেরে আর বর্ধমানমুখো হননি ‘মহারাজা’, দেশ স্বাধীনের পরপরই সেই ঘটনা আজও আলোচনায়!
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১২ এপ্রিল ২০২৪
Burdwan Raj Family:
কৃষ্ণনগর রাজপরিবারের সদস্য অমৃতা রায় (Amrita Roy) লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) BJP-র প্রার্থী হয়েছেন। নানা কারণে তাঁকে নিয়ে বিতর্ক অব্যাহত। এরই মধ্যে বর্ধমান দুর্গাপুরের BJP প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh) মহারাজা উদয়চাঁদ মহতাবের প্রতিকৃতি ভেবে বনবিহারী কাপুরের গলায় মালা পরিয়ে ধ্বনি দিয়েছেন। এক সময় বর্ধমানের শেষ মহারাজা উদয়চাঁদ মহতাব রাজনৈতিক লড়াইয়ে নেমেছিলেন। ভোটের সেই প্রেস্টিজ ফাইটে তিনি হেরে গিয়েছিলেন CPI প্রার্থী বিনয় চৌধুরীর কাছে। ১৯৫২-র প্রথম বিধানসভা নির্বাচনে বর্ধমান কেন্দ্র থেকে জাতীয় কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন মহারাজা। তার ১০ বছর পরে রাজ পরিবারের হারানো সম্মান ফিরিয়ে এনেছিলেন রাণী রাধারাণী মহতাব।