এবার গরম ক্রমশ বাড়বে। আজ বিক্ষিপ্তভাবে বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা (Rainfall) রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ৫ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। মোটের উপর গত কয়েকদিন ধরে রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তা আজ থেকেই বেশ খানিকটা ফিকে হতে পারে।