Chaitra Navratri 2024 Day 4: হাসি দিয়েই সৃষ্ট করেছেন বিশ্ব, সূর্যদেবতার উপাস্য কুষ্মাণ্ডা, পূজিতা নবরাত্রির চতুর্থ দিনে
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১২ এপ্রিল ২০২৪
Chaitra Navratri 2024 in Bengali:
নবরাত্রিতে দেবী দুর্গার যে চতুর্থ রূপের বন্দনা করা হয়, সেই রূপ হলেন- দেবী কুষ্মাণ্ডা। দেবী অষ্টভুজা। তার ডান দিকের চার হাতে থাকে পদ্ম, বাণ, ধনুক ও কমণ্ডলু। বাম দিকের চার হাতে থাকে যথাক্রমে চক্র, গদা, অমৃতপূর্ণ কলস ও জপমালা। তাঁর বাহন সিংহ (কাশীতে বাঘ)।