আগেই জেলে মুখ্যমন্ত্রী, এবার মুখ্যসচিবের বিরুদ্ধে এফআইআর
২৪ ঘন্টা | ১২ এপ্রিল ২০২৪
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিল্লির মুখ্য সচিব নরেশ কুমার এবং তাঁর অধস্তন YVVJ রাজশেখরের বিরুদ্ধে মামলা করা হয়েছে। উত্তরাখণ্ডের আলমোড়ার একটি এনজিও-র অভিযোগের ভিত্তিতে এই মামলা করা হয়েছে। অভিযোগ করা হয়েছে যে এই দু’জন লোককে পাঠিয়েছিল যারা তাদের কেলেঙ্কারীতে জড়িত থাকার প্রমাণ থাকা রেকর্ড জোর করে নিয়ে গিয়েছে।দিল্লির মুখ্য সচিব নরেশ কুমার এবং তাঁর অধস্তন YVVJ রাজশেখরের বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছিল। আলমোড়ার একটি আদালত, প্লেজেন্ট ভ্যালি ফাউন্ডেশন এনজিও-র কর্মকর্তাদের বিরুদ্ধে একটি অভিযোগ স্বীকার করে এবং রাজস্ব পুলিসকে তাদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করতে এবং অভিযোগগুলির তদন্ত করার নির্দেশ দেয়।
প্লেজেন্ট ভ্যালি ফাউন্ডেশন অভিযোগ করেছে যে দুই আধিকারিক ১৪ ফেব্রুয়ারি দাদাকাদা গ্রামে এনজিও পরিচালিত একটি স্কুলে চারজনকে পাঠিয়েছিল। চারজন ব্যক্তি এনজিওটির যুগ্ম সচিবের অফিসের চেম্বার ভাংচুর করে এবং ফাইল, রেকর্ড, নথি এবং পেনড্রাইভ নিয়ে যায়। এখানেই ছিল কেলেঙ্কারিতে তাদের জড়িত থাকার প্রমাণ, এনজিও অভিযোগ করেছে।অভিযোগকারীর তরফে দাবি করা হয়েছে যে, ভিজিল্যান্স বিভাগ এবং অন্যান্য ফোরামে তাদের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির অভিযোগ অবিলম্বে প্রত্যাহার না করা হলে তারা এনজিও-র কর্মকর্তাদের ফাঁসানোর হুমকি দেওয়া হয়েছে।আরও দাবি করা হয়েছে যে ওই দুষ্কৃতিরা অভিযোগকারীকে দিয়ে টাইপকরা নথিতে স্বাক্ষর করতে বাধ্য করার চেষ্টা করেছিল। এই নথি তারা নিজেদের সঙ্গে নিয়ে এসেছিল বলে তাঁদের দাবি।তিনি বাধা দিলে আততায়ীরা ড্রয়ারে রাখা নগদ ৬৩,০০০ টাকা নিয়ে যায় বলে অভিযোগকারীর অভিযোগ।আলমোড়ার জেলা ম্যাজিস্ট্রেট বিনিত তোমর জানিয়েছেন, আলমোড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশে গোবিন্দপুরের রাজস্ব পুলিসের সাব-ইন্সপেক্টর আধিকারিকদের বিরুদ্ধে মামলাটি নথিভুক্ত করেছিলেন।ভারতীয় দণ্ডবিধির (IPC) এবং SC/ST আইনের ৩৯২ (ডাকাতি), ৪৪৭ (ফৌজদারী অনুপ্রবেশ), ১২০বি (অপরাধী ষড়যন্ত্র), ৫০৪ (শান্তি ভঙ্গের উদ্দেশ্যে ইচ্ছাকৃত অবমাননা) এবং ৫০৬ (ফৌজদারি ভয় দেখানো)-র ধারায় এফআইআর নথিভুক্ত করা হয়েছে।