বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণে বাংলা যোগ! রাজ্যে NIA-র জালে দুই চক্রী
প্রতিদিন | ১২ এপ্রিল ২০২৪
অর্ণব আইচ: বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে বাংলা যোগ! শুক্রবার দুই চক্রীকে কলকাতা সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করল এনআইএ। দুজনকেই ট্রানজিটে বেঙ্গালুরু নিয়ে যেতে চাইছেন তদন্তকারীরা।
সূত্রের খবর, ধৃতরা হল আবদুল মাথিন ত্বহা এবং মুসাভির হুসেন শাহজেব। দুজনেই পরিচয় গোপন করে পূর্ব মেদিনীপুরের কাঁথি এলাকায় আশ্রয় নিয়েছিলেন বলে খবর। বদলে ফেলেছিল ভোলও। রীতিমতো ছদ্মবেশে মাথিন ও হুসেন আত্মগোপন করেছিল কাঁথি এলাকায়। গোপন অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে NIA। সূত্রের দাবি, মাথিন রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণর মূল চক্রী। কোথায়, কীভাবে বিস্ফোরণ হবে? কোন বিস্ফোরক ব্যবহার করা হবে, তা পুরোটাই নাকি মাথিনের অঙ্গুলিহেলনে হয়েছিল। তাঁর সহযোগী ছিলেন হুসেন।