• 'রাজীব গান্ধীর জন্যই প্রাণরক্ষা...', বাজপেয়ীর জন্য কী এমন করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী?
    এই সময় | ১২ এপ্রিল ২০২৪
  • বিরোধী দলের নেতাদের প্রশংসা করা রাজনীতিবিদদের জন্য নতুন কিছু নয়। কিন্তু নির্বাচনের মৌসম এলেই বদলে যায় ছবিটা। বিরোধী দলের নেতাদের প্রশংসা করার ঝুঁকি নেন না কেউই। তবে এই বদ্ধমূল ধারণায় হাতুড়ির বাড়ি দিয়েছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী।১৯৯১ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যার পর অটল বিহারী বাজপেয়ী একটি সাক্ষাৎকারে বলেছিলেন, ‘রাজীব গান্ধী না থাকলে আজ আমি বেঁচে থাকতাম না।’ অটল বিহারীর মুখে এমন কথা শুনে সকলেই চমকে যান। কারণ যে সময়ে এমন উক্তিটি করেছিলেন বাজপেয়ী সেই সময়টা ছিল যখন বিজেপি রাজনীতিতে নিজেদের জমি দখল করে তা শক্ত করার লড়াই করছে।

    অটলের গুরুতর অসুস্থতা এবং রাজীবের সাহায্য-বাজপেয়ী যে ঘটনার কথা উল্লেখ করেছিলেন তা ১৯৮৮ সালের। সেই সময় কিডনির রোগে ভুগছিলেন অটল বিহারী বাজপেয়ী। রোগটি এমন পর্যায়ে পৌঁছে যায় যে এদেশে থেকে চিকিৎসা করা সম্ভব ছিল না। চিকিৎসকরা তাঁকে চিকিৎসার জন্য আমেরিকা যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু সেই সময় আমেরিকা গিয়ে চিকিৎসা করানোর মতো অর্থ ছিল না অটল বিহারীর কাছে। কোনও ভাবে গোটা বিষয়টি জানতে পারেন দেশের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। তিনি একটি উপায় বার করেন যাতে বাজপেয়ীর চিকিৎসা বিদেশে করা যায়। অটল বিহারী বাজপেয়ী তখন রাজ্যসভার সদস্য। রাজীব গান্ধী অটল বিহারীকে ডেকে বলেন, সরকার আপনাকে জাতিসংঘে যাওয়া প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত করেছে। আমেরিকা যেতে হবে। রাজীব মুচকি হেসে এরপর বলেন, ‘আশা করি আপনার স্বাস্থ্যের জন্যও এই সুযোগটা কাজে লাগাবেন।’ এরপর রাজীব গান্ধী আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন যে অটল জির কিডনির চিকিৎসা না হওয়া পর্যন্ত আমেরিকায় তাঁর থাকার ব্যবস্থা করা হোক। এই ভাবেই বিদেশে কিডনির চিকিৎসার পর নতুন জীবন ফিরে পান অটল বিহারী বাজপেয়ী।

    রাজীবের প্রশংসা করেছিলেন অটল বিহারী বাজপেয়ী-১৯৯১ সালের নির্বাচনের সময় অটল এই ঘটনার কথা জানিয়ে রাজীব গান্ধীর প্রশংসা করার সাহস দেখিয়েছিলেন। তবে সেই হিসেবে দেখতে গেলে রাজীব গান্ধী আরও বেশি প্রশংসার দাব রাখেন। কারণ তিনি তাঁর জীবদ্দশায় অটল বিহারী বাজপেয়ীকে কীভাবে সাহায্য করেছিলেন তা কখনও উল্লেখ করেন নি। তিনি কোনও দিনই ব্যাখ্যা করেননি কেন তিনি অটল বিহারী বাজপেয়ীকে জাতি সংঘের প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত করেছিলেন।
  • Link to this news (এই সময়)