Jammu And Kashmir Statehood : 'আর বেশি দেরি নেই, পূর্ণ রাজ্যের মর্যাদা পাবে কাশ্মীর', লোকসভার মুখে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এই সময় | ১২ এপ্রিল ২০২৪
লোকসভা নির্বাচনের আগে বড় মন্তব্য নরেন্দ্র মোদীর। জম্মু ও কাশ্মীর পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হবে শীঘ্রই। ঘোষণা প্রধানমন্ত্রীর। ভূস্বর্গে খুব দ্রুত বিধানসভা নির্বাচন হবে, আর তার আগেই পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হবে বলেও জানালেন তিনি।শুক্রবার উধমপুরে একটি নির্বাচনী জনসভা করেন নরেন্দ্র মোদী। সেখানে তিনি বলেন, 'মোদী অনেক দূরের কথা ভাবে। ফলে এখনও পর্যন্ত যা হয়েছে তা ট্রেলার ছিল। জম্মু ও কাশ্মীরের একটি নতু ন এবং ঝকঝকে ছবি তৈরি করতে চাইছি আমি। আর বেশি দেরি নেই যখন সেখানে বিধানসভা নির্বাচন হবে। জম্মু ও কাশ্মীর পূর্ণ রাজ্যের মর্যাদা পাবে। ভূস্বর্গের বাসিন্দারা তাদের স্বপ্নের কথা বিধায়ক এবং মন্ত্রীদের কাছে জানাতে পারবেন।'
আগমীদিনে কোনও ভয়ডর ছাড়া, সন্ত্রাসবাদের আতঙ্ক ছাড়া, পাথর ছোড়া, বেআইনি অনুপ্রবেশের মতো ঘটনা ছাড়াই জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে। এমনটাও প্রতিশ্রুতি দেন নরেন্দ্র মোদী। দীর্ঘদিনের কষ্ট দূর করেছেন তিনি। জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ বাতিল করেছেন তিনি। একইসঙ্গে মোদীর চ্যালেঞ্জ, 'আমি ৩৭০ অনুচ্ছেদ বাতিল করেছি। দেখি কার ক্ষমতা রয়েছে তা ফেরানোর।'
উল্লেখ্য, ২০১৯ সালে BJP নেতৃত্বাধীন NDA সরকার জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে। উধমপুর এবং জম্মু লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী যথাক্রমে জিতেন্দ্র সিং এবং যুগল কিশোরের জন্য প্রধানমন্ত্রী এদিন ভোটের প্রচার করেন। আগামী ১৯ এপ্রিল লোকসভা নির্বাচনের প্রথম দফাতেই ভোট রয়েছে উধমপুরে।
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা NC নেতা ওমর আবদুল্লা বলেন, 'এটা সুপ্রিম কোর্টের রায়। সেই রায়ের আগেই যদি তিনি ভোট করাতে উদ্যত হতেন, তাতে সকলেরই মঙ্গল হত। এবার তো তিনি বাধ্য। ৩০ সেপ্টেম্বরের মধ্যে জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন করতেই হবে। আর যদি পূর্ণ রাজ্যের মর্যাদার কথাই বলেন, তাহলে এখনও পর্যন্ত উনি এটাই ব্যাখ্যা করতে পারলেন না কেন ৩৭০ অনুচ্ছেদ বাতিল করা হল।'
এদিকে, পূর্ণ রাজ্যের মর্যাদা চাইছে লাদাখও। দিনের পর দিন রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে লাদাখবাসী। দীর্ঘদিন ধরে অনশন করছিলেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। অবিলম্বে লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দিতে হবে এবং সেখানকার মানুষকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে কেন্দ্র সরকারকে। দাবি বাস্তবের ব়্যাঞ্চোর।