Narendra Modi On ED : 'মাত্র ৩ শতাংশ রাজনীতিবিদ ইডি স্ক্যানারে, বিজেপি শাসিত রাজ্যেও তদন্ত!' সাফাই মোদীর
এই সময় | ১২ এপ্রিল ২০২৪
দুর্নীতিবাজরা প্রত্যেকে জেল খাটবে। বারবার নির্বাচনী প্রচারমঞ্চ থেকে এমন হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছে নরেন্দ্র মোদীকে। এবার তাঁর বক্তব্যে শোনা গেল কেন্দ্রীয় এজেন্সি নিয়ে অপেক্ষাকৃত কম আলোচিত একটি বিষয়।নরেন্দ্র মোদীর দাবি, 'ED যে মামলাগুলি নিয়ে তদন্ত করছে, তার মধ্যে কেবলমাত্র তিন শতাংশে জড়িত রাজনীতিবিদরা। বাকি ৯৭ শতাংশ মামলা আধিকারিক এবং দুষ্কৃতীদের বিরুদ্ধে।'
লোকসভা ভোটের প্রচারে লাগাতার কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করছে বিরোধীরা। তাদের বক্তব্য, কেন্দ্রীয় এজেন্সিগুলিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। এবার এই অভিযোগের জবাব দিলেন নমো।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, BRS নেত্রী কে কবিতা, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের গ্রেফতারির পর আরও বেশি করে সুর চড়িয়েছেন ইন্ডিয়া জোটের নেতা-নেত্রীরা। কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে নেওয়ার অভিযোগেও তীব্র আক্রমণ শানানো হয়েছে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে। একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এই নিয়ে এবার উত্তর দিলেন মোদী। বিরোধীদের কটাক্ষে বিন্দুমাত্র আমল না দিয়ে তিনি বলেন, 'দুর্নীতির বিরুদ্ধে সরকা আরও কড়া পদক্ষেপ নেবে। মোদী সরকারের তৃতীয় পর্বে তা আরও বাড়বে। বিগত ১০ বছর ধরে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করাই আমাদের সরকারের প্রধান কর্তব্য ছিল। ২০১৪ সালে প্রথম ক্ষমতায় আসার পরেই আমরা দুর্নীতির বিরুদ্ধে পদেক্ষপ নিই।' তাঁর সংযোজন, 'আমি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে অঙ্গীকারবদ্ধ। যে সমস্ত রাজ্যে BJP ক্ষমতায় রয়েছে সেখানেও পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।'
আগেও প্রধানমন্ত্রী ED-CBI-এর উপর হস্তক্ষেপ নিয়ে সরব হনED-CBI-কে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করছে কেন্দ্রীয় সরকার। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারি আসলে মোদীর 'ম্যাচ-ফিক্সিং'। এমনই কটাক্ষ করেছেন রাহুল গান্ধী। এই নিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'ED, CBI স্বাধীন। আমি ওই সব সংস্থাকে চালিত করি না। ওরা কী করবে আর কী করবে না, সবই এজেন্সির কর্তারা ঠিক করেন। আর এজেন্সির কাজের মূল্যায়ন করে আদালত। এই এজেন্সিগুলির উচিত স্বতন্ত্রভাবেই কাজ করা। বিরোধীরা দুর্নীতির পক্ষে একজোট হয়েছে। অন্যদিকে, BJP-র নেতৃত্বে NDA লড়াই করছে দুর্নীতির বিরুদ্ধে।' ED-CBI কী করছে সে ব্যাপারে তিনি মাথা ঘামান না বলে সাফ জানিয়েছিলেন নমো। ওই সব সংস্থা স্বাধীনভাবে কাজ করে। সরকার নাক গলায় না। দাবি প্রধানমন্ত্রীর।