• ‘গুড ফিনিশার’ আলুওয়ালিয়া! BJP প্রার্থীকে ‘খামোশ’ করতে কী প্ল্যান শত্রুঘ্নর?
    এই সময় | ১২ এপ্রিল ২০২৪
  • আসানসোল কেন্দ্রে ভোট ১৩ মে। মাস খানেক আগে খেলোয়াড়ের নাম ঘোষণা বিজেপির। প্রচারের প্রস্তুতি নিয়ে মাঠে নামতে আরও কিছুটা সময় লাগবে। অ্যাডভান্টেজ তৃণমূলের? শত্রুঘ্ন শিবিরের দাবি, এস এস আলুওয়ালিয়া গুড ফিনিশার। শেষে ব্যাট করতে নেমেও ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন। তাই, কোনওভাবেই বিরোধী প্রার্থীকে হালকা ভাবে নিচ্ছে না তৃণমূল।অতীত বলছে, গতবারের লোকসভা নির্বাচনেও শেষ মুহুর্তে বর্ধমান দুর্গাপুরের প্রার্থী করা হয়েছিল আলুওয়ালিয়াকে। স্লগ ওভারে দুর্দান্ত ব্যাটিং করে আসনটিকে বিজেপির হাতে তুলে দিয়েছেন তিনি। সেই ট্র্যাক রেকর্ড মাথায় রাখছে তৃণমূল। যে কারণে, বিজেপির প্রার্থী ঘোষণার পরেই তড়িঘড়ি শুক্রবার আসানসোল এসে হাজির হচ্ছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। আগামীকাল থেকেই শত্রুঘ্নকে প্রচারে ঝাঁপাবে তৃণমূল।

    বিষয়টি নিয়ে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, ‘যে কোনও নির্বাচনী কখনও হাল্কা ভাবে দেখা উচিৎ নয়। আর এর আগেও দুর্গাপুরে আহলুয়ালিয়া স্যার খুব দেড়িতে এসেও অল্প ভোটেও জিতেছিলেন। তাই আসানসোল আমরা হাল্কা ভাবে দেখব না।’ তবে তাঁর দুর্গাপুরের রিপোর্ট কাড শত্রুঘ্ন সিনহার ভোট অনেকটাই বাড়িয়ে দেবে বলে দাবি জেলা নেতৃত্বের।

    শত্রুঘ্ন সিনহার হাত ধরে বিজেপি থেকে তৃণমূলে ১৫০ জন

    উল্লেখ্য, এর আগে আসানসোল কেন্দ্র থেকে ভোজপুরী গায়ক পবন সিংয়ের নাম ঘোষণা করেছিল বিজেপি। প্রথম দফাতেই এই কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পরেও নিজেই নাম তুলে নেন পবন। সেই থেকে কিছুটা খেই হারিয়ে ফেলে গেরুয়া শিবির। দীর্ঘ প্রায় এক মাস ধরে কে প্রার্থী হবেন, সেই নিয়ে দোনামোনা ছিল পদ্ম শিবিরে। তবে, এবার প্রার্থীর নাম ঘোষণার পর আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি বলেন, ‘আলুওয়ালিয়াজী অভিজ্ঞ একজন সাংসদ। আমরা খুব খুশি।’ রাতারাতি দেওয়াল লিখনের কাজও শুরু করে দেওয়া হয়েছে।

    আলুওয়ালিয়াজী অভিজ্ঞ একজন সাংসদ। আমরা খুব খুশিজিতেন্দ্র তিওয়ারি

    তবে, তৃণমূল শিবিরের দাবি ব্রিগেড মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল প্রার্থী ঘোষণার আগেই শত্রুঘ্ন সিনহার মনোনয়ন পাওয়ার ব্যাপারে সিলমোহর দিয়েছিলেন তৃণমূল নেত্রী। ফলত, তারপর থেকেই শত্রুঘ্নকে নিয়ে একপ্রস্থ প্রচার সেরে ফেলেছিল তৃণমূল কংগ্রেস। বিপক্ষ প্রার্থী ঘোষণা না হওয়ার এতদিন আসানসোল দেখা যায়নি শত্রুঘ্নকে। এবার জোরকদমে প্রচার শুরু হবে। আগামী দিনে এই কেন্দ্রের জন্য দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সভার পাশাপাশি অন্যান্য তারকা প্রচারকদের দিয়ে টানা প্রচারের পরিকল্পনা করা হয়েছে তৃণমূলের তরফে।

    এদিকে, নিজের জন্মস্থান আসানসোল থেকে টিকিট পেয়েছেন এস এস আলুওয়ালিয়া। আসানসোলের জে কে নগরে তিনি মানুষ হয়েছেন। আসানসোলের জহরমল জালান স্কুলের প্রাক্তন ছাত্র তিনি। আসানসোলেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এসএস আলুওয়ালিয়া। তাঁর শ্বশুরবাড়ি দুর্গাপুর ৩৫ নম্বর ওয়ার্ডের গোপালমাঠ এলাকায়। তাঁর এক ভগ্নিপতি তাপস বন্দ্যোপাধ্যায় হচ্ছে আসানসোল লোকসভা কেন্দ্রের রানিগঞ্জ বিধানসভার বিধায়ক। ফলত, একাধিক দিক থেকে 'ভূমিপুত্র' বলা যায় তাঁকে। সেই কারণেই, বিরোধী শিবিরকে হালকা ভাবে নিতে নারাজ শাসক শিবির।
  • Link to this news (এই সময়)