Bengaluru Blast: বেঙ্গালুরু বিস্ফোরণকাণ্ড: খাস বাংলা থেকে NIA-র হাতে গ্রেফতার দুই জঙ্গি!
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১২ এপ্রিল ২০২৪
Bengaluru Blast: এবার বেঙ্গালুরু বিস্ফোরণের (Bengaluru Blast) সঙ্গে নাম জড়াল বাংলার। বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ কাণ্ডে দুই সন্দেহভাজনকে পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করেছে NIA। বিভিন্ন সূত্র মারফত গত কয়েকদিন ধরে খবর পৌঁছেছিল তদন্তকাীদের কাছে। শেষমেশ অতর্কিতে অভিযান চালিয়ে পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে দুই সন্দেহভাজনকে NIA গ্রেফতার করেছে। দু’জনকে ধরে দিতে পারলে ১০ লক্ষ টাকা করে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল NIA-এর তরফে।