• Tipu Sultan: টিপু কেরলে হিন্দু মন্দির ধ্বংস করেছিলেন, মন্দিরের আগের নাম ফেরত চায় বিজেপি
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১২ এপ্রিল ২০২৪
  • Kerala BJP chief wants renamed as Ganapathyvattam:

    এবার কেরলে টিপু সুলতানের স্মৃতিচিহ্ন মুছে ফেলতে উদ্যোগী হল বিজেপি। টিপুকে কংগ্রেস ও বামেরা জাতীয়তাবাদী মনে করলেও বিজেপির চোখে টিপু ছিলেন ধর্মান্ধ এবং হিন্দু বিরোধী। সেই ভাবনা থেকে এবার টিপুর এক বিশেষ স্মৃতিচিহ্ন মুছে ফেলার দাবি তুললেন বিজেপি নেতৃত্ব। কেরল বিজেপির প্রধান কে সুরেন্দ্রন দাবি করেছেন, ‘সুলতান বাথেরি’র নাম পরিবর্তন করে ‘গণপতিভট্টম’ রাখতে হবে। এই ‘সুলতান বাথেরি’ আবার রাহুল গান্ধীর নির্বাচনী কেন্দ্র ওয়েনাদের একটি পৌর শহর। একে মন্দির শহর বললেও ভুল হবে না। টিপু সুলতান তার মধ্যে একটি মন্দির ধ্বংস করেছিলেন। আর, সেই মন্দিরকেই আংশিকভাবে নিজের অস্ত্রভাণ্ডার হিসেবে ব্যবহার করেছিলেন।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)