• গাজায় দুর্ভিক্ষ আসন্ন: আমেরিকা
    আজকাল | ১২ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: প্যালেস্টাইনের গাজায় দুর্ভিক্ষ ‘আসন্ন’ বলে জানিয়েছে আমেরিকা। যদিও এর আগেই ইউএসএআইডি জানিয়েছে, গাজায় ইতোমধ্যেই দুর্ভিক্ষ শুরু হয়েছে। মার্কিন প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়ের গাজায় দুর্ভিক্ষের বিষয়ে মার্কিন মূল্যায়নের কথা জানিয়েছেন। এর আগে ইউএসএআইডি প্রধান সামান্থা পাওয়ার বলেন, গাজায় দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। তবে, জ্যঁ-পিয়েরে পাওয়ারের মন্তব্য সরাসরি সম্বোধন করেননি। কিন্তু তিনি বারবার বলেছেন, গাজার কিছু অংশে দুর্ভিক্ষের মত পরিস্থিতি ‘আসন্ন’। তাঁর এই বক্তব্য পাওয়ারের মূল্যায়নকে কমিয়ে দিয়েছে বলে মনে হয়। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরে বলেন, “আমরা গাজায় মানবিক সহায়তার’ পরিমাণ বাড়ানোর জন্য যথাসাধ্য চেষ্টা করছি। সাম্প্রতিক দিনগুলিতে গাজায় সাহায্য বহনকারী ট্রাকের সংখ্যা বেড়েছে।” তিনি বলেন, “আমরা জানি গাজার পরিস্থিতি কতটা ভয়াবহ, তাই আমরা অবশ্যই এই ধরনের প্রতিবেদনগুলি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। গাজায় সেই সাহায্য আরও বেশি করে পাঠাতে আমরা চব্বিশ ঘণ্টাই কাজ করে যাচ্ছি।” তিনি আরও বলেন, গাজায় সাহায্য আরও বৃদ্ধির জন্য আমেরিকা ‘ইজরায়েলের ওপর চাপ প্রয়োগ করতে থাকবে’।
  • Link to this news (আজকাল)