• ধিক্কার বন্ধ করার আর্জি জানিয়ে হার্দিকের পাশে কোহলি
    আজকাল | ১২ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আরসিবির বিরুদ্ধে ব্যাট হাতে হার্দিক পাণ্ডিয়া মাঠে নামতেই তাঁকে ওয়াংখেড়ের সমর্থকদের কটাক্ষের মুখে পড়তে হয়। যা দেখে প্রচণ্ড বিস্মিত হন বিরাট কোহলি। অঙ্গভঙ্গি দিয়ে সাপোর্টারদের এটা বন্ধ করার অনুরোধ জানান। হাতজোড় করে গ্যালারিকে শান্ত হওয়ার পরামর্শ দেন। বরং মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের পাশে থাকার আর্জি জানান। কোহলিদের বিরুদ্ধে বল করার সময় এদিন প্রথমবার জনতার বিদ্রুপের সম্মুখীন হতে হয় হার্দিককে। তবে রোহিত আউট হয়ে ফেরার পর মুম্বইয়ের নতুন নেতা নামার সময় পরিস্থিতি আরও বিরূপ হয়। হিটম্যানের প্রত্যেক শটে উচ্ছ্বাস প্রকাশ করে গ্যালারি। কিন্তু দর্শকদের হাততালি পেতে কালঘাম ছুটে যায় হার্দিকের। একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, ওয়াংখেড়ের সমর্থকদের হার্দিককে ধিক্কার না জানানোর অনুরোধ করছেন বিরাট। একইসঙ্গে মনে করিয়ে দেন যে হার্দিক ভারতীয় দলের একজন সদস্য। মুহূর্তের মধ্যে বদলে যায় পরিস্থিতি। গ্যালারির একাংশে শোনা যায় "হার্দিক হার্দিক" ধ্বনি। উইল জ্যাকসের বলে ছক্কা হাঁকিয়ে ইনিংস শুরু করেন মুম্বইয়ের অধিনায়ক। যশপ্রীত বুমরার বল এবং ঈশান কিষাণ ও সূর্যকুমার যাদবের ব্যাটে বড় জয় পায় মুম্বই। প্রসঙ্গত, রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পাণ্ডিয়াকে অধিনায়ক ঘোষণা করার পর থেকেই মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থকরা ক্ষুব্ধ। ঘরের মাঠে দিল্লি ক্যাপিটলসের বিরুদ্ধে প্রথম ম্যাচেও সাপোর্টারদের কটাক্ষের মুখে পড়তে হয় রোহিতের উত্তরসূরিকে। 
  • Link to this news (আজকাল)