• কানে বিরল অস্ত্রোপচার পুনের কমান্ড হাসপাতালে
    আজকাল | ১২ এপ্রিল ২০২৪
  • তীর্থঙ্কর দাস: পুনের কমান্ড হাসপাতালে ৭ বছরের শিশু এবং মধ্যবয়সী এক পুরুষ গুরুতর শ্রবণজনিত সমস্যা নিয়ে ভর্তি হয়। সফলভাবে পাইজোইলেকট্রিক হাড় কন্ডাকশন ইমপ্ল্যান্ট ( বিসিআই) করা হয় দুজনের। পুনের কমান্ড হাসপাতাল ভারতের প্রথম সরকারি হাসপাতাল যারা এই কঠিন অস্ত্রোপচার করে ইতিহাসের পাতায় জায়গা করে নিল। লেফটেন্যান্ট কর্নেল ডক্টর রাহুল কুরকুরে এবং কর্নেল ডক্টর নিতু সিংয়ের তত্ত্বাবধানে করা হয় এই অস্ত্রোপচার। পুনের কমান্ড হাসপাতাল বহু বছর ধরে শ্রবণজনিত সমস্যার সমাধান করে আসছে। সেনাবাহিনীর ডিজি লেফটেন্যান্ট জেনারেল দলজিৎ সিং এবং ডিজিএম (সেনাবাহিনী) লেফটেন্যান্ট জেনারেল অরিন্দম চ্যাটার্জী কমান্ড হাসপাতালকে অভিনন্দন জানিয়েছেন।
  • Link to this news (আজকাল)